বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

থাইল্যান্ডের কাছে ৩৬ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দাবি

ব্যাংককে জয়েন্ট ট্রেড কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডের কাছে ৩৬টি পণ্যে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা চেয়েছে বাংলাদেশ। গতকাল ব্যাংককে দ্বিপক্ষীয় জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) বৈঠকে এ সুবিধা চাওয়া হয়। এতে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং থাইল্যান্ডের পক্ষে দেশটির বাণিজ্যমন্ত্রী জুরিন লাকসানানাওসিত নেতৃত্ব দেন। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বাণিজ্যমন্ত্রী ৩৬টি পণ্যের তালিকা থাই কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলো থাইল্যান্ড সরকার ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করবে বলে সভায় জানানো হয়। থাইল্যান্ডের বিনিয়োগকারীরা অল্প সময়ের মধ্যে বাংলাদেশে বিনিয়োগের উদ্দেশ্যে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করবেন। উভয় দেশ কৃষি ও স্বাস্থ্যসেবা খাতে কারিগরি সহযোগিতা বৃদ্ধি করতে একমত হয়েছে। শুল্ক সুবিধা ছাড়াও দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা সুবিধা চাওয়া হয়েছে।

গত ২০১৮-২০১৯ অর্থবছরে বাংলাদেশ থাইল্যান্ডে  ৪৪.০৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ৯৫২.৪৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, সামুদ্রিক মৎস্য ও অন্যান্য প্রাণিজ পণ্য, কাগজ ও কাগজের পাল্প, সাবান, প্লাস্টিক পণ্য এবং রাবার রপ্তানি করছে।

সর্বশেষ খবর