মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ডাকাতির অভিযোগে ডিবির সেই এসআই রিমান্ডে

আদালত প্রতিবেদক

রাজধানীর ওয়ারী থানার ডাকাতি মামলায় গ্রেফতার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রাশেদুল আলমকে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই হারুন-অর-রশিদ আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, আসামি রাশেদুল আলমকে রবিবার নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৫ ডিসেম্বর মামলার বাদী শফিউল আলম আজাদ তার বন্ধু গিয়াসউদ্দিন ও ভাগিনা মাহমুদুল  হাসান মুন্না পাঁচ লাখ টাকা নিয়ে মাদারীপুরের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ওয়ারী থানার টিপু সুলতান রোডে পৌঁছলে অজ্ঞাত চার-পাঁচজন একটি সিলভার কালারের মাইক্রোবাসে এসে র‌্যাব পরিচয় দিয়ে বাদীর পেটে অস্ত্র ঠেকিয়ে তাদের গাড়িতে উঠিয়ে নেয়। পরে তাদের মুন্সীগঞ্জে নিয়ে হাত বেঁধে সাড়ে পাঁচ লাখ টাকাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় আসামিরা। ওই ঘটনায় ওয়ারী থানায় ডাকাতির অভিযোগে শফিউল আলম আজাদ বাদী হয়ে মামলা করেন। মামলার পর বিভিন্ন সময় পাঁচজনকে গ্রেফতার করা হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে রাশেদুল আলমের নাম উঠে আসে। এ কারণে তাকে গ্রেফতার করে পুলিশ।    

সর্বশেষ খবর