‘বসুন্ধরা গ্রুপের নাম শুনেছি। বসুন্ধরার খাতাতেই লিখি। বসুন্ধরা গ্রুপের স্যারেরা আমাগের বাড়িতে এসেছেন, পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন। আমার জন্য স্কুল-ব্যাগ আর পরিবারের সবার জন্য ম্যালা উপহার দিয়েছেন। আমি খুব খুশি। বসুন্ধরার স্যারদের অনেক ধন্যবাদ।’ দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের সহযোগিতা পেয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন হাত-পা ছাড়া জন্ম নেওয়া যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে লিতুন জিরা। মুখ দিয়ে লিখেই এবারের প্রাথমিক সমাপনীতে সে জিপিএ-৫ পেয়ে অবাক করে দেয়। ভালো গানও গায় সে। অদম্য ইচ্ছা শক্তি আর মেধায় লিতুন জিরা ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। কিন্তু তার এই দীর্ঘ পথচলায় বাস্তবিকভাবেই রয়েছে অনেক বাধা। সেসব বাধা যাতে কোনোভাবেই লিতুন জিরার পথচলা থামিয়ে না দেয়, সে জন্য বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান তার পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন। যার পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে লিতুন জিরার বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন বসুন্ধরা গ্রুপের ডিজিএম মো. রেদোয়ানুর রহমান। এ সময় লিতুন জিরাকে স্কুলব্যাগসহ নানা উপহার সামগ্রী দেওয়া হয়। মো. রেদোয়ানুর রহমান বলেন, লিতুন জিরার পড়ালেখা যাতে বন্ধ না হয়, সেজন্য বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান পাঁচ লাখ টাকা দিয়েছেন। তিনি বলেন, লিতুন জিরার মতো শিশু-কিশোরদের বিশেষ ব্যবস্থায় থাকা ও পড়াশোনার জন্য বসুন্ধরার বেশ কিছু উদ্যোগ আছে। লিতুন জিরার পরিবার চাইলে বসুন্ধরা গ্রুপ সেটি অবশ্যই বিবেচনা করবে।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
যশোরের সেই লিতুন জিরাকে পাঁচ লাখ টাকা দিল বসুন্ধরা
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর