রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

যশোরের সেই লিতুন জিরাকে পাঁচ লাখ টাকা দিল বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক, যশোর

‘বসুন্ধরা গ্রুপের নাম শুনেছি। বসুন্ধরার খাতাতেই লিখি। বসুন্ধরা গ্রুপের স্যারেরা আমাগের বাড়িতে এসেছেন, পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন। আমার জন্য স্কুল-ব্যাগ আর পরিবারের সবার জন্য ম্যালা উপহার দিয়েছেন। আমি খুব খুশি। বসুন্ধরার স্যারদের অনেক ধন্যবাদ।’ দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের সহযোগিতা পেয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন হাত-পা ছাড়া জন্ম নেওয়া যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে লিতুন জিরা। মুখ দিয়ে লিখেই এবারের প্রাথমিক সমাপনীতে সে জিপিএ-৫ পেয়ে অবাক করে দেয়। ভালো গানও গায় সে। অদম্য ইচ্ছা শক্তি আর মেধায় লিতুন জিরা ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। কিন্তু তার এই দীর্ঘ পথচলায় বাস্তবিকভাবেই রয়েছে অনেক বাধা। সেসব বাধা যাতে কোনোভাবেই লিতুন জিরার পথচলা থামিয়ে না দেয়, সে জন্য বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান তার পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন। যার পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে লিতুন জিরার বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন বসুন্ধরা গ্রুপের ডিজিএম মো. রেদোয়ানুর রহমান। এ সময় লিতুন জিরাকে স্কুলব্যাগসহ নানা উপহার সামগ্রী দেওয়া হয়। মো. রেদোয়ানুর রহমান বলেন, লিতুন জিরার পড়ালেখা যাতে বন্ধ না হয়, সেজন্য বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান পাঁচ লাখ টাকা দিয়েছেন। তিনি বলেন, লিতুন জিরার মতো শিশু-কিশোরদের বিশেষ ব্যবস্থায় থাকা ও পড়াশোনার জন্য বসুন্ধরার বেশ কিছু উদ্যোগ আছে। লিতুন জিরার পরিবার চাইলে বসুন্ধরা গ্রুপ সেটি অবশ্যই বিবেচনা করবে।

সর্বশেষ খবর