সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
গণসংযোগে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি

জনমত আমাদের পক্ষে ভোটের পরিবেশ জরুরি

------ তাবিথ আউয়াল

নিজস্ব প্রতিবেদক

জনমত আমাদের পক্ষে ভোটের পরিবেশ জরুরি

ভোটে জনমত ধানের শীষের পক্ষে বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, গণসংযোগে অংশ নিচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়ছে। গতকাল বেলা ১২টায় মিরপুর বিআরটিএ এলাকায় গণসংযোগ শুরু করেন ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়াল। এরপর মিরপুর ১৩ নম্বর বিআরটিএ-এর বিপরীত পাশে বিদ্যুৎ গলি থেকে দলের নেতা-কর্মীদের নিয়ে ধানের শীষের প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল। পর্যায়ক্রমে তিনি কাফরুল, হারমেইন মেইনার কলেজ, কাফরুল এনএইচবি সড়ক, সবুজ উদ্যান ও ঈদগাঁও মাঠ, কাফরুল বাজার, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর ১৪ নম্বর মোড়, টিনশেড মোড়, ডেন্টাল কলেজ, লালাসড়াই ভাসানটেক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, মিরপুর সিআরপি, পশ্চিম ভাসানটেক বাজার, ভাসানটেক, মাটিকাটা, ইউসিবি চত্বর, মানিকদি আদর্শ বিদ্যা নিকেতন, মানিকদি বাজার, বালুঘাটসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন।

 এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, আকরামুল হাসান, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।

এর আগে বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র প্রার্থী ও দলের নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মিরপুর-১৩ নম্বর হারমেইন কলেজ এলাকায় গণসংযোগকালে তাবিথ আউয়াল বলেন, আমরা একটি বাসযোগ্য ঢাকা উপহার দিতে চাই। সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মানুষ নির্ভয়ে পথ চলতে পারবে। এখানকার রাস্তাঘাট ও ফুটপাথের অবস্থা ভালো নয়, আমরা দায়িত্ব পেলে এসব সংস্কার করা হবে। এজন্য যত বাধাই আসুক, আমরা ভোটের মাঠে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকব। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেই সহযোগিতা করতে আমি বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের আহ্বান জানাচ্ছি।

আজ সকাল ১০টায় ৭ নম্বর ওয়ার্ডে মিরপুর-২ নম্বর সেকশনের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পাশে বাইতুল মোশাররফ জামে মসজিদ থেকে তাবিথ আউয়ালের প্রচার শুরু হবে। এতে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর