সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দ্বারে দ্বারে কাউন্সিলর প্রার্থীরাও

নিজস্ব প্রতিবেদক

প্রতীক পাওয়ার পর ১১ দিন ধরে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়রদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও গণসংযোগে ঘাম ঝরাচ্ছেন।

প্রার্থীরা স্ব স্ব প্রতীকে ভোট চাইতে রাজধানীর অলি-গলিতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ঢাকা মহানগর দক্ষিণে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ সমর্থিত আনারস প্রতীকে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী (৫৮-৫৯-৬০) সাহিদা বেগম গতকাল কদমতলী ও মোহাম্মদবাগ এলাকায় গণসংযোগ করেন। নদ্দা বাজার, নদ্দা বাসস্ট্যান্ড ও সরকারবাড়ি এলাকায় গতকাল গণসংযোগ চালিয়েছেন ডিএনসিসির ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত  কাউন্সিলর প্রার্থী শরিফউদ্দিন জুয়েল, ডিএনসিসির ৪০ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী         আতাউর রহমান সাঈদনগরে টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে গণসংযোগ করেছেন।

ডিএনসিসির ৩১ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাজেদুল হক খান রনি এয়ারকন্ডিশন মার্কা নিয়ে জাকির হোসেন রোডে গণসংযোগ চালিয়েছেন। মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের পেছনের এলাকা, এডিসি ক্যাম্প ও ১১ নম্বর সেকশনের এ ব্লকে গণসংযোগ চালিয়েছেন ডিএনসিসির ৫ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন। ডিএনসিসির ৬ নম্বর ওয়ার্ডের সেকশন ৬, ৭ স্টার্ন হাউজিং, বর্ধিত পল্লবী এবং রূপনগর এলাকায় গণসংযোগ চালিয়েছেন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাহফুজ হোসাইন খান সুমন।

পূর্ব ও পশ্চিম নাখালপাড়া এলাকার সমিতি বাজার ও বনফুল এলাকায় বিকালে গণসংযোগ চালিয়েছেন বিএনপি সমর্থিত ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম কাজল। এ সময় তিনি লাটিম প্রতীকে ভোট চান।  ডিএনসিসির ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মাসুম খান রাজেশ সাদেক খান রোড, নেকাপখান সড়ক, হাসেম খান রোড, দেশনেত্রী সোসাইটি (আংশিক) ও সৈকত হাউজিং এলাকা ঠেলাগাড়ী প্রতীকে গণসংযোগ চালান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর