রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

১২ ঘণ্টার সম্প্রচারে যাচ্ছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আজ থেকে ১২ ঘণ্টার সম্প্রচারে যাচ্ছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সম্প্রচারের উদ্বোধন করবেন। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন বলেন, রবিবার (আজ) সকালে প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টার সম্প্রচার এবং কর্ণফুলী শেখ রাসেল পানি শোধনাগার প্রকল্পের উদ্বোধন করবেন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম নিতাই কুমার ভট্টাচার্য জানান, ‘সরকারি দ্বিতীয় টেলিভিশন চ্যানেল হিসেবে ১২ ঘণ্টার সম্প্রচারে যাচ্ছে চট্টগ্রাম কেন্দ্র। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ঐকান্তিক ইচ্ছায় যাত্রা হয় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের।

শুরুতে ১ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার হতো। তা পর্যায়ক্রমে ৬ ঘণ্টায় উন্নীত হয়। একই সঙ্গে ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে ক্যাবল টেলিভিশন চ্যানেল হিসেবেও আত্মপ্রকাশ করে। এখন সারা দেশে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান দেখা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর