সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দৈনিক ১১ কোটি লিটার পানি পাবে খুলনাবাসী

বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পানি পরিশোধন কাজ শুরু হয়েছে খুলনার বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে। এখান থেকে দৈনিক ১১ কোটি লিটার সুপেয় পানি পাবেন নগরবাসী। গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনার রূপসায় নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে খুলনা সার্কিট হাউসে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়, এরই মধ্যে মধুমতি নদী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পাইপলাইনে পানি আনা হয়েছে ট্রিটমেন্ট প্লান্টে। এখানে পানি পরিশোধনের পর তা রূপসা নদীর তলদেশ হয়ে খুলনা শহরের ৭টি রিজার্ভারে পানি সরবরাহ করা হবে। এ ছাড়া গ্রাহককে পানি সরবরাহ নিশ্চিত করতে নগরীতে ৬৫০ কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে। বর্তমানে পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি পানির লাইনের সংযোগ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা মেয়র আব্দুল খালেক ও ওয়াসার এমডি মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর