বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
নারায়ণগঞ্জ বার নির্বাচন

ভোটের আগেই বয়কট বিএনপি সমর্থিতদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচনের একদিন আগেই বয়কটের ঘোষণা দিয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকা এবং বহিরাগতদের মহড়াসহ নানা অভিযোগ এনে গতকাল সংবাদ সম্মেলন ডেকে বয়কটের ঘোষণা দেয় বিএনপি সমর্থিত প্যানেলের ১৭ প্রার্থী। এর আগে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও কুশপুতুল দাহ করেন তারা।  এদিকে বিএনপির প্যানেলের বয়কটের    ঘোষণায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত দুই বিদ্রোহী প্রার্থীও। যে কারণে আওয়ামী লীগের প্যানেলের ১৭ প্রার্থী অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন। সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত প্রার্থীরা অভিযোগ করে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার শুরু থেকেই আদালতপাড়ায় বহিরাগতদের মহড়াসহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে নির্বাচন পরিচালনা বোর্ড। নির্বাচনে কারচুপি করার লক্ষ্যে ভোট কেন্দ্রের স্থান পরিবর্তন করা হয়েছে। এজন্য তারা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেন। এ সময় বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী সরকার হুমায়ুন কবীরসহ সবাই উপস্থিত ছিলেন। বিএনপি প্যানেলের বয়কটের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আওয়ামী লীগ সমর্থিত বিদ্রোহী গ্রুপের দুই প্রার্থী অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ ও অ্যাডভোকেট রোমেল মোল্লা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর