বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দারিদ্র্য বিমোচনে বিশ্বব্যাপী রোল মডেল বাংলাদেশ : বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বিশ্বব্যাপী রোল মডেল স্থাপন করেছে বলে মনে করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের সহসভাপতি হার্টউইগ  সেফার। তিন দিনের বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়ার প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক। তিনি বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে যে সরকার ও জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় একটি দেশ দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারে এবং মাত্র চার দশকের ব্যবধানে স্বল্প মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। যা করে বাংলাদেশ একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং উন্নয়নের পরবর্তী পর্যায়ে পৌঁছাতে দেশের যুবকদের আরও বেশি কর্মসংস্থানের আওতায় আনতে হবে।  ঢাকা ত্যাগের আগে গতকাল তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং অর্থনৈতিক উন্নয়নে এবং দারিদ্র্য নিরসনে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। তারা দেশের উন্নয়নের অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংক সহায়তা অব্যাহত রাখবে বলে জানান ভাইস প্রেসিডেন্ট।

সর্বশেষ খবর