শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নৌ চলাচল হঠাৎ বন্ধ, বিপাকে হাজার হাজার যাত্রী

ঢাকা সিটি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের অনুরোধে বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে রাজধানীমুখী সব নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। আকস্মিক এ নৌ-যোগযোগ বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। যাত্রীরা জানান, শুক্রবার ঢাকামুখী লঞ্চ বন্ধের সিদ্ধান্ত বিকাল ৪টার (গতকাল) দিকে কেবিনের যাত্রীদের ফোন করে জানিয়ে দেয় লঞ্চ কর্তৃপক্ষ। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিক লঞ্চ বন্ধের সিদ্ধান্ত জানার পর বিপাকে পড়েন তারা। লঞ্চ কর্তৃপক্ষ কেবিন যাত্রীদের আগেভাগে মুঠোফোনে ট্রিপ বাতিলের খবর জানিয়ে দিলেও ডেক যাত্রী বা নিম্ন আয়ের হাজার হাজার যাত্রী বরিশালসহ দক্ষিণ-পশ্চিমের বিভিন্ন নৌবন্দর ও টার্মিনালে গিয়ে নিরাশ হয়ে ফিরে গেছেন।  লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ গতকাল বিকালে ট্রিপ বাতিলের ঘোষণা দেওয়ার পর পরই তারা ফোনে কেবিন যাত্রীদের বিষয়টি জানিয়ে দিয়েছেন। বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে সরকার ঢাকা সিটি নির্বাচন  সুষ্ঠু করার জন্য ঢাকামুখী লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনের অনুরোধে গতকাল রাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত রাজধানীমুখী সব লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে নৌ পরিবহন মন্ত্রণালয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর