সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন বাড়িয়ে গতকাল আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগে প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকরা ১৫তম গ্রেডে ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা ১৪তম গ্রেডে বেতন পেতেন। সূত্র জানায়, এখন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় শিক্ষকরাই ১৩তম গ্রেডে বেতন পাবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯-এর যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী পূরণযোগ্য পদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী এ আদেশ কার্যকর হবে। এর আগে গত ৭ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১১তম ও সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন বাড়ানোর বিষয়ে সম্মতি জানায় অর্থ মন্ত্রণালয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর