রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মা ও নবজাতকের অকাল মৃত্যু রোধে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ বলেছেন, সন্তান প্রসবকালে মা ও নবজাতকের অকাল মৃত্যু রোধে সরকার নিরলসভাবে কাজ করছে। বর্তমানে প্রসবকালীন মা এবং সন্তানের মৃত্যুহার অনেক কমে এসেছে। তবে এক্ষেত্রে সিজারিয়ান অপারেশনের প্রচলন উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশে বেসরকারি উদ্যোগে পেইনলেস নরমাল ডেলিভারি পদ্ধতি চিকিৎসা সেবার যুগান্তকারী পদক্ষেপ। পেইনলেস নরমাল ডেলিভারি পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে হবে। গতকাল রাজধানীর তেজগাঁও ইমপাল্স হাসপাতালের সম্মেলন কক্ষে বেদনামুক্ত প্রসব ব্যবস্থাপনা (পেইনলেস নরমাল ডেলিভারি) বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডা. সাঈবা আক্তার এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিঙ্গাপুরের চিকিৎসক ডা. তৌফিক ইসলাম, আয়ারল্যান্ডের চিকিৎসক ডা. কাজী নাফিজা হামিদ ও ডা. জিন্নুরাইন জায়গিরদার প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন ইমপালস হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. জাহীর আল-আমীন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্য সেবার ব্যাপারে বেশ মনোযোগী। তাঁর একান্ত প্রচেষ্টায় গত ১০-১১ বছরে দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি হয়েছে। করোনাভাইরাস, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো দেশের যে কোনো মহামারী সমস্যার ব্যাপারে প্রধানমন্ত্রী সদা সচেতন ও সতর্ক। পেইনলেস নরমাল ডেলিভারি চিকিৎসা পদ্ধতির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে আমার বিশ্বাস তিনি অভিভূত হবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর