সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
রিফাত হত্যা মামলা

ম্যাজিস্ট্রেট ও রাসায়নিক পরীক্ষকের সাক্ষ্য গ্রহণ

বরগুনা প্রতিনিধি

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী, সিআইডির আইটি শাখার রাসায়নিক পরীক্ষক রবিউল ইসলাম ও রাজু মিয়া নামের এক প্রত্যক্ষদর্শী।

গতকাল সকাল থেকে রাত পর্যন্ত বরগুনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে তারা এ সাক্ষ্য প্রদান করেন। আদালত সূত্র জানায়, সকালে প্রথমে সাক্ষ্য প্রদান করেন প্রত্যক্ষদর্শী রাজু মিয়া। এরপর ঢাকা থেকে আগত রাসায়নিক পরীক্ষকের রবিউল ইসলামের সাক্ষ্য গ্রহণ করে আদালত। মধ্যহ্ন বিরতির পর বিকাল ৩টার দিকে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম গাজী ৮জন আসামির ১৬৪ ধারায় প্রদান করা জবানবন্দির বর্ণনা তুলে ধরেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় আদালতের বিচারক তার সাক্ষ্য প্রদান চলমান রাখেন।

সোমবার তার সাক্ষ্য গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর