বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইয়ংমেন্স ক্লাব দখলকে কেন্দ্র করে আরামবাগে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটেছে। গতকাল সন্ধ্যার পর দেওয়ানবাগ পীরের দরবারসংলগ্ন চন্দ্রপাড়া হোটেলের সামনে এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এ সময় কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ক্লাবের নতুন কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন ৯ নম্বর ওয়ার্ডের (ঢাকা মহানগরী দক্ষিণ) আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোকান্ডে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব থেকে গ্রেফতার সাবেক যুবলীগ নেতা জেলফেরত মাখনের নেতৃত্বে একটি গ্রুপ, অন্যদিকে নবনির্বাচিত কাউন্সিলর ওয়ার্র্ড আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হকের অনুসারী আবদুস সালাম গ্রুপ। সংঘর্ষে সাবেক যুবলীগ নেতা জেলফেরত মাখনের গ্রুপের ডিব্বা বাবু (৪২) ও মোজাম্মেল হকের অনুসারী আবদুস সালাম (৪৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

সম্প্রতি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরপরই আরামবাগ ফকিরাপুলে ক্যাসিনোকান্ডে বন্ধ হয়ে যাওয়া ক্লাবগুলোর কমিটি সচল করতে উদ্যোগী হন এলাকার আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা। কিছুদিন আগে দিলকুশা ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয় ইকবাল ও শাহিন পরিষদ নিয়ে। এরই ধারাবাহিকতায় ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব নিয়ে কমিটি করতে উদ্যোগী হন নেতারা। সেই কমিটিতে পদ-পদবি নিয়ে সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন এলাকাবাসী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর