রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

খুলনায় ট্রেনে কাটা পড়ে খুবি অধ্যাপক নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মিজানুর রহমান (৬৫)। গতকাল সকালে খুলনা রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, তিনি খুলনা রেলস্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে বেনাপোলগামী ছেড়ে দেওয়া একটি ট্রেনে দৌড়ে উঠতে যান। এ সময় তিনি ট্রেনের দরজার হ্যান্ডেল ধরেন। কিন্তু দৌড়ে আসার কারণে হাঁপিয়ে গিয়েছিলেন। এই কারণে হ্যান্ডেল ধরে রাখতে না পারায় ট্রেন আর প্লাটফর্মের মাঝে পড়ে যান। ট্রেনে তার ডান হাত ও ডান পা কাটা পড়ে। মারাত্মক আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, অধ্যাপক মিজানুর রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত অধ্যাপক। খুবির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েকুজ্জামান বলেন, প্রফেসর মিজানুর রহমানসহ কয়েকজনের একটি গ্রুপ সকালে হাঁটেন। তারা ট্রেনে করে যশোরের গদখালীতে ফুলচাষ দেখতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর