বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক বছরের মধ্যে ক্যাবল টিভির সংযোগ আধুনিকায়ন সম্ভব নয় : কোয়াব

নিজস্ব প্রতিবেদক

আগামী এক বছরের মধ্যে দেশের ক্যাবল টেলিভিশন সংযোগ আধুনিকায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন ক্যাবল অপারেটরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল হোসেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে কোয়াবের পক্ষ থেকে জানানো হয়, ২৩ ফেব্রুয়ারি তথ্যমন্ত্রী ক্যাবল গ্রাহক নিয়ে যে সংখ্যা দিয়েছেন তা সঠিক নয়। বর্তমানে পুরনো পদ্ধতিতে ক্যাবল সংযোগ ব্যবহারকারীর সঠিক সংখ্যা নিরূপণ সম্ভব নয়। ক্যাবল সংযোগ পদ্ধতি আধুনিক হলেও এ খাত থেকে ১০-১২ হাজার কোটি টাকা রাজস্ব প্রদান অসম্ভব। এ সময় গ্রাহক পর্যায়ে সেট-টপ বক্স প্রদানে যৌক্তিক সময় নিরূপণসহ ছয় দফা দাবি পেশ করা হয় কোয়াবের পক্ষ থেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর