শনিবার, ২৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

কাল থেকে সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণের কারণে স্কুল বন্ধ থাকলেও আগামীকাল থেকে মাধ্যমিকের শিক্ষার্থীদের সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। মাউশি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে বিষয়ভিত্তিক শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবে। রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের শুটিং সম্পন্ন করা হয়েছে।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির কারণে তাদের ঘাটতি পুষিয়ে নিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা ঘরে বসেই ক্লাসে অংশ নিতে পারবে। জানা গেছে, সপ্তাহে ৩৫টি ক্লাস প্রচারিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস চলবে। শিগগিরই ক্লাসের সূচি শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

সর্বশেষ খবর