করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৬০০ অসহায়, গরিব, রিকশাচালক, ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিরতণ করলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-১১ আসনের এমপি এ কে এম রহমতুল্লাহ। গতকাল বিকালে তার নির্বাচনী এলাকার মালিবাগ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় এ কে এম রহমতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, কোনো মানুষ না খেয়ে থাকবে না। আওয়ামী লীগ সে লক্ষ্যেই কাজ করছে। ঢাকা-১১ আসনের একটি মানুষও অনাহারী থাকবে না। যত দিন এই দুর্যোগ থাকবে, আমরা তত দিন অসহায় মানুষের পাশে থাকব। করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক এই সভাপতি ও ঢাকা-১১ আসনের এমপি এ কে এম রহমতুল্লাহ। তার অংশ হিসেবে গতকাল চৌধুরীপাড়া, রামপুরা, বাড্ডা এলাকায় ২০ টন চাল ও ৩ টন ডাল বিতরণ করেন। এতে প্রতিটি পরিবারের জন্য ৬ কেজি চাল, ১ কেজি ডাল বিতরণ করা হয়। চৌধুরীপাড়ায় বিতরণ শেষে রামপুরা, বাড্ডা এলাকায় গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এর আগে বাড়ি বাড়ি গিয়ে তালিকা করা হয়। এরপর তাদের হাতে স্লিপ দেওয়া হয়। সেই স্লিপ দেখে গতকাল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় এ কে এম রহমতুল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাঙালির ভাত, কাপড় ও চিকিৎসার অভাব হবে না। জাতির পিতা সেই উদ্যোগ নিয়ে একটি বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের নির্মম আঘাতে সপরিবারে তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সব ধরনের দুর্যোগ মোকাবিলা করে আসছি। প্রাণঘাতী এই করোনাভাইরাসও মোকাবিলা করতে সক্ষম হবো।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
৬০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করলেন রহমতুল্লাহ এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর