করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৬০০ অসহায়, গরিব, রিকশাচালক, ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিরতণ করলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-১১ আসনের এমপি এ কে এম রহমতুল্লাহ। গতকাল বিকালে তার নির্বাচনী এলাকার মালিবাগ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় এ কে এম রহমতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, কোনো মানুষ না খেয়ে থাকবে না। আওয়ামী লীগ সে লক্ষ্যেই কাজ করছে। ঢাকা-১১ আসনের একটি মানুষও অনাহারী থাকবে না। যত দিন এই দুর্যোগ থাকবে, আমরা তত দিন অসহায় মানুষের পাশে থাকব। করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক এই সভাপতি ও ঢাকা-১১ আসনের এমপি এ কে এম রহমতুল্লাহ। তার অংশ হিসেবে গতকাল চৌধুরীপাড়া, রামপুরা, বাড্ডা এলাকায় ২০ টন চাল ও ৩ টন ডাল বিতরণ করেন। এতে প্রতিটি পরিবারের জন্য ৬ কেজি চাল, ১ কেজি ডাল বিতরণ করা হয়। চৌধুরীপাড়ায় বিতরণ শেষে রামপুরা, বাড্ডা এলাকায় গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এর আগে বাড়ি বাড়ি গিয়ে তালিকা করা হয়। এরপর তাদের হাতে স্লিপ দেওয়া হয়। সেই স্লিপ দেখে গতকাল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় এ কে এম রহমতুল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাঙালির ভাত, কাপড় ও চিকিৎসার অভাব হবে না। জাতির পিতা সেই উদ্যোগ নিয়ে একটি বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের নির্মম আঘাতে সপরিবারে তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সব ধরনের দুর্যোগ মোকাবিলা করে আসছি। প্রাণঘাতী এই করোনাভাইরাসও মোকাবিলা করতে সক্ষম হবো।
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
৬০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করলেন রহমতুল্লাহ এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর