করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৬০০ অসহায়, গরিব, রিকশাচালক, ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিরতণ করলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-১১ আসনের এমপি এ কে এম রহমতুল্লাহ। গতকাল বিকালে তার নির্বাচনী এলাকার মালিবাগ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় এ কে এম রহমতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, কোনো মানুষ না খেয়ে থাকবে না। আওয়ামী লীগ সে লক্ষ্যেই কাজ করছে। ঢাকা-১১ আসনের একটি মানুষও অনাহারী থাকবে না। যত দিন এই দুর্যোগ থাকবে, আমরা তত দিন অসহায় মানুষের পাশে থাকব। করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক এই সভাপতি ও ঢাকা-১১ আসনের এমপি এ কে এম রহমতুল্লাহ। তার অংশ হিসেবে গতকাল চৌধুরীপাড়া, রামপুরা, বাড্ডা এলাকায় ২০ টন চাল ও ৩ টন ডাল বিতরণ করেন। এতে প্রতিটি পরিবারের জন্য ৬ কেজি চাল, ১ কেজি ডাল বিতরণ করা হয়। চৌধুরীপাড়ায় বিতরণ শেষে রামপুরা, বাড্ডা এলাকায় গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এর আগে বাড়ি বাড়ি গিয়ে তালিকা করা হয়। এরপর তাদের হাতে স্লিপ দেওয়া হয়। সেই স্লিপ দেখে গতকাল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় এ কে এম রহমতুল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাঙালির ভাত, কাপড় ও চিকিৎসার অভাব হবে না। জাতির পিতা সেই উদ্যোগ নিয়ে একটি বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের নির্মম আঘাতে সপরিবারে তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সব ধরনের দুর্যোগ মোকাবিলা করে আসছি। প্রাণঘাতী এই করোনাভাইরাসও মোকাবিলা করতে সক্ষম হবো।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ