করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৬০০ অসহায়, গরিব, রিকশাচালক, ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিরতণ করলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-১১ আসনের এমপি এ কে এম রহমতুল্লাহ। গতকাল বিকালে তার নির্বাচনী এলাকার মালিবাগ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় এ কে এম রহমতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, কোনো মানুষ না খেয়ে থাকবে না। আওয়ামী লীগ সে লক্ষ্যেই কাজ করছে। ঢাকা-১১ আসনের একটি মানুষও অনাহারী থাকবে না। যত দিন এই দুর্যোগ থাকবে, আমরা তত দিন অসহায় মানুষের পাশে থাকব। করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক এই সভাপতি ও ঢাকা-১১ আসনের এমপি এ কে এম রহমতুল্লাহ। তার অংশ হিসেবে গতকাল চৌধুরীপাড়া, রামপুরা, বাড্ডা এলাকায় ২০ টন চাল ও ৩ টন ডাল বিতরণ করেন। এতে প্রতিটি পরিবারের জন্য ৬ কেজি চাল, ১ কেজি ডাল বিতরণ করা হয়। চৌধুরীপাড়ায় বিতরণ শেষে রামপুরা, বাড্ডা এলাকায় গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এর আগে বাড়ি বাড়ি গিয়ে তালিকা করা হয়। এরপর তাদের হাতে স্লিপ দেওয়া হয়। সেই স্লিপ দেখে গতকাল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় এ কে এম রহমতুল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাঙালির ভাত, কাপড় ও চিকিৎসার অভাব হবে না। জাতির পিতা সেই উদ্যোগ নিয়ে একটি বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের নির্মম আঘাতে সপরিবারে তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সব ধরনের দুর্যোগ মোকাবিলা করে আসছি। প্রাণঘাতী এই করোনাভাইরাসও মোকাবিলা করতে সক্ষম হবো।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
৬০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করলেন রহমতুল্লাহ এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর