বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের দাবি মান্নার

নিজস্ব প্রতিবেদক

করোনা দুর্যোগ মোকাবিলায় সমন্বয়হীনতা এবং বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্‌বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, করোনাভাইরাসের মতো দুর্যোগ মোকাবিলায় সমন্বয় কমিটির প্রধান স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে একটি বিষয় স্পষ্ট যে, এ ক্ষেত্রে নানা সমন্বয়হীনতা এবং বিশৃঙ্খল অবস্থা স্পষ্ট হয়ে উঠেছে। এ অবস্থায় দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের মাধ্যমে সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। গতকাল বিকালে এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি। মান্না বলেন, ‘দেশের এই মহাদুর্যোগের সময় আমি কোনো রাজনীতির কথা বলছি না। দেরিতে হলেও সরকার যে ব্যবস্থাগুলো গ্রহণ করছে, তার সাধুবাদ জানাচ্ছি। কিন্তু শুরু থেকে যে সীমাহীন গাফিলতি তারা করেছে, এর খেসারত দিচ্ছে দেশ এবং এর শেষ কোথায় তাও আমরা জানি না। ইতিমধ্যে আমাদের দেশে চতুর্থ স্তরের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। অথচ এখনো আমরা পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা করতে পারিনি। সরকারের পক্ষ থেকে যেসব হাসপাতাল করোনা চিকিৎসার জন্য প্রস্তুত হয়েছে বলে বলা হচ্ছে, সেগুলোও এখনো সেবা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করতে পারেনি।’ তিনি বলেন, এখনো চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করা যায়নি। পর্যাপ্ত আইসিইউ এবং ভেন্টিলেটরের ব্যবস্থা করা যায়নি। পোশাক শ্রমিকদের বেতনের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। নিম্নআয়ের মানুষদের জন্য যে বরাদ্দ করা হয়েছে, তা এতটাই অপ্রতুল যে তা দিয়ে নিম্নআয়ের ৫ শতাংশ মানুষকেও এক মাস খাওয়ানো যাবে না। নিম্নমধ্যবিত্তদের জন্য এখনো কিছু ভাবা হচ্ছে না।

করোনা-পরবর্তী অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলার জন্য সেভাবে কোনো কাজ করা হয়নি। মান্না অভিযোগ করেন, ‘এই বিপর্যয়ের মধ্যেও ত্রাণের চাল, টিসিবির পণ্য মিলছে সরকারদলীয় অনেক নেতা, জনপ্রতিনিধির বাড়িতে ও আড়তে। প্রধানমন্ত্রী যদিও বলছেন যে, এসব সহ্য করা হবে না, কিন্তু বাস্তব চিত্র তা বলে না। আমি আপনাদের বলছি, আল্লাহর ওয়াস্তে এই সময়টাতে আপনারা গরিবের হক মারবেন না, অনেক তো হয়েছে। এত বড় দুর্যোগের সময় অন্তত আপনারা মনুষত্বের পরিচয় দিন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর