সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা
নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু

লাশ নেয়নি কেউ দাফন করলেন কাউন্সিলর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে প্রথমবারের মতো এক নারীর মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। তার নাম লিপি আক্তার (৩৫)। তার লাশ কেউ না নেওয়ায় দাফন কাজ করেছেন কাউন্সিলর শওকত হাশেম শকু। লিপি আক্তার শহরের চাষাঢ়া এলাকায় বসবাস করছিলেন। গতকাল বিকাল ৪টায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়। তিনি জানান, আগের দিন সন্ধ্যায় ওই নারীর মৃত্যু হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, ‘বিকালে আমি মৃত্যুর খবর পেয়েছি। মৃত্যুর পরে স্বামী ও পরিবারের লোকজন মৃতদেহ ফেলেই চলে যান। পরে আমরা পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি।

কিন্তু তারা কেউ লাশ নিতে রাজি ছিলেন না। এ কারণে আমি নিজেই মৃতদেহ দাফনের উদ্যোগ নিয়েছি।’ এ বিষয়ে তিনি আরও জানান, প্রকৃতপক্ষে লাশ নিতে চায়নি পরিবার। এটা করোনা নিয়ে আতংক। তাই মৃতের পরিবারের নাম পরিচয় দিয়ে তাদেরকে ছোট করতে চাই না। করোনার লাশ আতংক এটা নতুন বিষয় নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর