বরিশালে সরকারি নির্দেশ উপেক্ষা করে দোকান খোলা রাখা এবং অবৈধ গণজমায়েত করে করোনা সংক্রমণের ঝুঁকি সৃষ্টি করায় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় একই সঙ্গে ১৪ জন ক্রেতা সমাগম করায় একটি দোকান সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, শরীফ মো. হেলাল উদ্দিন ও মো. আতাউর রাব্বীর নেতৃত্বে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চকবাজার, বাজার রোড, কাঠপট্টি ও গির্জা মহল্লা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বাজারে আসা ক্রেতারা জানান, তারা নিরুপায় হয়ে পরিবারের সদস্যদের জন্য কিছু কেনাকাটা করতে এসেছেন। দোকান খোলা না থাকলে তারা কেনাকাটা করতে আসতেন না। তবে দোকানিরা দোকান খোলা রাখার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। এদিকে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং অবৈধ গণজমায়েত করার দায়ে নগরীর চকবাজার, বাজার রোড, কাঠপট্টি ও গির্জা মহল্লা এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশ অমান্য এবং দোকান খোলা রেখে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় নগরীর চকবাজার, বাজার রোড, কাঠপট্টি ও গির্জা মহল্লা এলাকার ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত। এ সময় বার বার সতর্ক করার পরও দোকান খোলা রেখে একই সঙ্গে ১৪ জন ক্রেতা সমাগম করায় নগরীর গির্জা মহল্লা রোডের বৈশাখী নামে একটি তৈরি পোশাকের দোকান সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
শিরোনাম
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’