শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

করোনা জয় করে ফের মাঠে পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অদৃশ্য প্রতিপক্ষ করোনাভাইরাসকে জয় করে ফের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)-এর করোনায় আক্রান্ত পুলিশ সদস্যরা। এরই মধ্যে কাজে যোগ দিয়েছেন আক্রান্ত পুলিশ সদস্যদের কেউ কেউ। সুস্থ হয়ে ইউনিটে ফেরা বাকিরাও প্রস্তুতি নিচ্ছে যোগদান করার। জানা যায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই অগ্রসৈনিক হিসেবে মাঠে রয়েছে সিএমপির পুলিশ সদস্যরা।  যার কারণে সিএমপি মানবিক ইউনিট হিসেবে পরিচিতি পেয়েছে। এরই মধ্যে মানবিক ইউনিটে ৮০ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে সুস্থ হয়েছেন কমপক্ষে ৩০ জন। মারা গেছেন একজন। সুস্থ হওয়াদের মধ্যে কোয়ারেন্টাইন শেষ করে কাজে যোগদান করেছেন কয়েকজন। সুস্থ হওয়া বাকিরাও কাজে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন। সিএমপির ট্রাফিক বিভাগের করোনায় আক্রান্ত ১৯ জনের মধ্যে এরই মধ্যে সুস্থ হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে একজন বুধবার কাজে যোগদান করেছেন। সুস্থ হওয়া বাকিরা দ্রুত কাজে যোগদান করবেন।

সিএমপি ট্রাফিক বিভাগ উত্তর জোনের উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের শুরুতে ট্রাফিক বিভাগের সদস্যরা আক্রান্ত হয়। এক সময় সিএমপি’র করোনা আক্রান্তের উল্লেখযোগ্য সদস্য ছিল ট্রাফিক বিভাগের। দ্রুত কিছু পদক্ষেপের কারণে গত তিন দিনে কেউ পজিটিভ আসেনি। যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে অনিল চাকমা নামে একজন কাজে যোগদান করেছেন। বাকিরা দ্রুত কাজে যোগদান করবেন।’  সিএমপি অতিরিক্ত উপ-কমিশনার (পিওএম) হুমায়ুন কবির বলেন, সিএমপির পিওএম বিভাগের ৮ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন সুস্থ হয়ে কাজে যোগদানের অপেক্ষায় রয়েছেন। সিএমপি খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ‘মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে খুলশী থানার তিন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুজন সুস্থ হয়েছেন। তারা দু-এক দিনের মধ্যেই কাজে যোগদান করবেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর