বারবার জিন ও রূপ পরিবর্তন করে চট্টগ্রামে ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনাভাইরাস। গত তিন মাসে চট্টগ্রামে কমপক্ষে ৭ বার জিন ও রূপ পরিবর্তন করেছে এটি। ফলে আগ্রাসী হয়ে উঠেছে ভাইরাসটি। তাই গাণিতিক হারে বাড়ছে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা। এতে দেশের করোনার অন্যতম হটস্পটে পরিণত হয়েছে বন্দরনগরী। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. জুনায়েদ ছিদ্দিকী বলেন, ‘গবেষণায় দেখা গেছে গত তিন মাসে শুধু চট্টগ্রামে ৭ বার জিন ও রূপ পরিবর্তন করেছে করোনাভাইরাস। এখন আমরা এ বিষয়ে বিস্তারিত গবেষণা করেছি।’ চট্টগ্রাম সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘সার্স কোভ-২ (করোনাভাইরাস)’র অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রূপ ও জিন পরিবর্তন করা। অন্যান্য দেশে এ ভাইরাস অসংখ্যবার রূপ পরিবর্তন করেছে। এতে দিন দিন তা জটিল আকার ধারণ করছে। ফলে এ রোগের ভ্যাকসিন তৈরি কষ্টসাধ্য হয়ে উঠেছে।’ জানা যায়, প্রথম দিকের করোনা রোগীর সঙ্গে বর্তমানে আসা রোগীর উপসর্গ ও শারীরিক অবস্থার অনেক পার্থক্য রয়েছে। আগে যেসব রোগী আসতো তারা বর্তমানের রোগীর চেয়ে তুলনামূলকভাবে সুস্থ ছিল। কিন্তু গত কয়েকদিন থেকে উল্লেখযোগ্য সংখ্যক রোগী শ্বাসকষ্ট, জ্বর, কাশিসহ নানান উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছে। তাই চিকিৎসকরা ধারণা করছে চট্টগ্রামে করোনাভাইরাস রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর হয়ে উঠেছে। অধ্যাপক ড. জুনায়েদ ছিদ্দিকী বলেন, ‘শুরু থেকেই আমাদের ধারণা ছিল যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভাইরাসটি। এখন আমাদের ধারণাটাই সত্য হয়ে জটিল রূপ ধারণ করেছে।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
করোনাভাইরাসের সাত সাতবার জিন বদল
ভ্যাকসিন তৈরি কষ্টকর হয়ে উঠেছে
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর