বারবার জিন ও রূপ পরিবর্তন করে চট্টগ্রামে ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনাভাইরাস। গত তিন মাসে চট্টগ্রামে কমপক্ষে ৭ বার জিন ও রূপ পরিবর্তন করেছে এটি। ফলে আগ্রাসী হয়ে উঠেছে ভাইরাসটি। তাই গাণিতিক হারে বাড়ছে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা। এতে দেশের করোনার অন্যতম হটস্পটে পরিণত হয়েছে বন্দরনগরী। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. জুনায়েদ ছিদ্দিকী বলেন, ‘গবেষণায় দেখা গেছে গত তিন মাসে শুধু চট্টগ্রামে ৭ বার জিন ও রূপ পরিবর্তন করেছে করোনাভাইরাস। এখন আমরা এ বিষয়ে বিস্তারিত গবেষণা করেছি।’ চট্টগ্রাম সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘সার্স কোভ-২ (করোনাভাইরাস)’র অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রূপ ও জিন পরিবর্তন করা। অন্যান্য দেশে এ ভাইরাস অসংখ্যবার রূপ পরিবর্তন করেছে। এতে দিন দিন তা জটিল আকার ধারণ করছে। ফলে এ রোগের ভ্যাকসিন তৈরি কষ্টসাধ্য হয়ে উঠেছে।’ জানা যায়, প্রথম দিকের করোনা রোগীর সঙ্গে বর্তমানে আসা রোগীর উপসর্গ ও শারীরিক অবস্থার অনেক পার্থক্য রয়েছে। আগে যেসব রোগী আসতো তারা বর্তমানের রোগীর চেয়ে তুলনামূলকভাবে সুস্থ ছিল। কিন্তু গত কয়েকদিন থেকে উল্লেখযোগ্য সংখ্যক রোগী শ্বাসকষ্ট, জ্বর, কাশিসহ নানান উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছে। তাই চিকিৎসকরা ধারণা করছে চট্টগ্রামে করোনাভাইরাস রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর হয়ে উঠেছে। অধ্যাপক ড. জুনায়েদ ছিদ্দিকী বলেন, ‘শুরু থেকেই আমাদের ধারণা ছিল যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভাইরাসটি। এখন আমাদের ধারণাটাই সত্য হয়ে জটিল রূপ ধারণ করেছে।’
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা