বারবার জিন ও রূপ পরিবর্তন করে চট্টগ্রামে ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনাভাইরাস। গত তিন মাসে চট্টগ্রামে কমপক্ষে ৭ বার জিন ও রূপ পরিবর্তন করেছে এটি। ফলে আগ্রাসী হয়ে উঠেছে ভাইরাসটি। তাই গাণিতিক হারে বাড়ছে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা। এতে দেশের করোনার অন্যতম হটস্পটে পরিণত হয়েছে বন্দরনগরী। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. জুনায়েদ ছিদ্দিকী বলেন, ‘গবেষণায় দেখা গেছে গত তিন মাসে শুধু চট্টগ্রামে ৭ বার জিন ও রূপ পরিবর্তন করেছে করোনাভাইরাস। এখন আমরা এ বিষয়ে বিস্তারিত গবেষণা করেছি।’ চট্টগ্রাম সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘সার্স কোভ-২ (করোনাভাইরাস)’র অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রূপ ও জিন পরিবর্তন করা। অন্যান্য দেশে এ ভাইরাস অসংখ্যবার রূপ পরিবর্তন করেছে। এতে দিন দিন তা জটিল আকার ধারণ করছে। ফলে এ রোগের ভ্যাকসিন তৈরি কষ্টসাধ্য হয়ে উঠেছে।’ জানা যায়, প্রথম দিকের করোনা রোগীর সঙ্গে বর্তমানে আসা রোগীর উপসর্গ ও শারীরিক অবস্থার অনেক পার্থক্য রয়েছে। আগে যেসব রোগী আসতো তারা বর্তমানের রোগীর চেয়ে তুলনামূলকভাবে সুস্থ ছিল। কিন্তু গত কয়েকদিন থেকে উল্লেখযোগ্য সংখ্যক রোগী শ্বাসকষ্ট, জ্বর, কাশিসহ নানান উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছে। তাই চিকিৎসকরা ধারণা করছে চট্টগ্রামে করোনাভাইরাস রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর হয়ে উঠেছে। অধ্যাপক ড. জুনায়েদ ছিদ্দিকী বলেন, ‘শুরু থেকেই আমাদের ধারণা ছিল যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভাইরাসটি। এখন আমাদের ধারণাটাই সত্য হয়ে জটিল রূপ ধারণ করেছে।’
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ