বুধবার, ১৭ জুন, ২০২০ ০০:০০ টা

পরিস্থিতি না বদলালে বিক্ষোভের ধরন পাল্টাবে : সাকি

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে সংঘাত এড়িয়ে বিক্ষোভ করছি। কিন্তু পরিস্থিতির যদি বদল না ঘটে তাহলে বিক্ষোভের ধরনও পাল্টে যাবে। গতকাল দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি দেন। জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলনের মিছিল তোপখানা রোড, পুরানা পল্টন হয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশের বাধার সম্মুখীন হলে সেখানেই সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। জোনায়েদ সাকি তার বক্তব্যে বলেন, মহামারী মোকাবিলায় আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। আমাদের দল এবং জোট থেকে সর্বদলীয় পরামর্শ সভা ডাকা হয়েছিল। কিন্তু সেখানে সব দল অংশ নিলেও সরকারের কোনো প্রতিনিধি আসেননি। সরকার যদি আগাম পদক্ষেপ নিত তাহলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না।

 তিনি বলেন, আমাদের সৌভাগ্য হতে পারত গণস্বাস্থ্য কেন্দ্রের কিট। স্বল্প খরচে ও ন্যূনতম সময়ে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি পরীক্ষা করা যেত। কিন্তু আজ পর্যন্ত এই কিটের অনুমোদন নিয়ে টালবাহানা করা হচ্ছে। অবিলম্বে এ কিটের অনুমোদন না দেওয়া হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে, প্রয়োজনে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘেরাও করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর