বুধবার, ৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বরিশালে যাত্রীবাহী লঞ্চে অভিযান ৭৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-ভোলা রুটে চলাচলকারী ৫টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক না থাকায় ১৭ যাত্রীকেও জরিমানা করা হয়। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এ সময় এমভি গ্রিন ওয়াটারকে ১৭ হাজার টাকা, এমভি উপকূল-২ লঞ্চকে ১০ হাজার, সুপারসনিক-৬ লঞ্চকে ২০ হাজার, এমএল আফসার লঞ্চকে ২০ হাজার এবং এমভি রাতুল লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নৌ-পরিবহন অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হাসানের নেতৃত্বে নৌ-থানা, কোতোয়ালি মডেল থানা ও কোস্টগার্ড সদস্যদের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হাসান জানান, নৌ-পথে চলাচলকারী লঞ্চের ফিটনেস ও চালকের সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র ও যন্ত্রাংশ না থাকাসহ বিভিন্ন কারণে ওই ৫টি লঞ্চ থেকে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মাস্ক ব্যবহার না করায় লঞ্চের ১৭ যাত্রীকে জরিমানা করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বরিশালের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ বরিশাল নদীবন্দরে না এসে বিভিন্ন স্থানে লঞ্চ থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে ওইসব যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়।

সর্বশেষ খবর