বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা
রাজশাহী জেলা ও নগর আওয়ামী লীগ

পূর্ণাঙ্গ কমিটি আর কত দূর?

কাজী শাহেদ, রাজশাহী

পূর্ণাঙ্গ কমিটি আর কত দূর?

রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। গত বছরের ৮ ডিসেম্বর জেলা ও এ বছরের ১ মার্চ নগরের সম্মেলন হয়। কিন্তু এই সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি নগর আওয়ামী লীগ। আর জেলা আওয়ামী লীগ পূর্ণাঙ্গ কমিটি জমা দিলেও অনুমোদন করেনি কেন্দ্র। ফলে নেতা-কর্মীদের প্রশ্ন জেলা ও নগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আর কত দূর? জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক স্বল্প সময়ে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে। তারা কমিটি জমাও দিয়েছেন। কিন্তু হাইব্রিড, অসুস্থ, আত্মীয়, নিষ্ক্রিয় আর সরকারি চাকরিজীবীদের নিয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। নতুন কমিটি থেকে বাদ পড়ছেন ত্যাগী আর দলের দুঃসময়ের কান্ডারি অন্তত ৪০ জন নেতা। অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দেওয়া নতুন কমিটিতে যারা স্থান পেয়েছেন তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কখনো যুক্ত ছিলেন না। এ কারণে এখনো সেই কমিটি অনুমোদন করেনি কেন্দ্র। জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা বলেন, ‘ছাত্রশিবিরের হামলায় তুহিন নামের একজন কর্মী বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার সময় হাতের চারটি আঙ্গুল হারিয়েছেন। তাকে সদস্য করার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটি পর্যন্ত করতে দেননি এমপিরা।’  রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় গত বছরের ৮ ডিসেম্বর। এ বছরের ১ মার্চ সম্মেলন হয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের। এখন চলছে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া। তবে গত ৬ মাসেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি নগর আওয়ামী লীগ। আগে থেকেই সাবেক ছাত্রলীগ নেতারা দাবি জানিয়ে আসছেন, বিতর্কিতদের বাদ দেওয়ার। কারা বাদ পড়ছেন, আর কারা থাকছেনথ- এ নিয়ে আলোচনা চলছে। তবে বিতর্কিতদের বাদ দিতে একমত নতুন করে দায়িত্ব পাওয়া সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

 নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘বিতর্কিত কোনো ব্যক্তিকে এবার পদে রাখা হবে না। কেন্দ্রীয় নেতাদের সেই নির্দেশনাই আছে আমাদের কাছে। কাজেই এবার আমরা দলের জন্য ত্যাগী ও নিষ্ঠাবান নেতাকেই জায়গা দেব।’ নগর সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানান, পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। করোনা পরিস্থিতি আরেকটু ভালো হলে কেন্দ্রে পাঠানো হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর