চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে। তবে এর বিপরীতে সংক্রমণের সংখ্যা কমেনি। বরং সংক্রমণ অব্যাহত আছে। প্রতিদিনই নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। গত আগস্ট মাসে দৈনিক গড়ে ৮৪ জনের মতো নতুন করে আক্রান্ত হয়েছে। পক্ষান্তরে গত আগস্ট মাসে পৃথক ১০ দিন ছিল মৃত্যুশূন্য। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৩৭ জনের মৃত্যু হয়। কিন্তু গত জুলাই মাসে মৃত্যু হয় ৫৮ জন, জুন মাসে মৃত্যু হয় ৯৮ জন, মে মাসে ৬৮ জন এবং এপ্রিল মাসে ৮ জন মারা যান। গত আগস্ট মাসে নতুন করে আক্রন্ত হয় দুই হাজার ৫৮৫ জন। প্রতিদিন গড়ে ৮৪ জনের মতো আক্রান্ত হয়। গত সোমবার রাত পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা যান ২৭২ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ১৮৯ জন এবং ১৫ উপজেলায় ৮৩ জন। ইতিমধ্যে চট্টগ্রামে মোট আক্রান্ত হয় ১৭ হাজার ১১০ জন। এর মধ্যে মহানগরে ১২ হাজার ১৯৮ জন এবং ১৫ উপজেলায় চার হাজার ৯১২ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৭০৩ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা কমেনি। প্রতিদিন গড়ে ৮৪ জনের চেয়ে বেশি নতুন করে আক্রান্ত হচ্ছে। এ জন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক এবং সরকারি নির্দেশনা মেনে চলাফেরা করতে হবে। কারণ মৃত্যু কমা মানে করোনা কমা নয়।’ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) করোনা ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমদ বলেন, ‘করোনা সংক্রমণ কমেনি। করোনার নমুনা পরীক্ষা করা হলে পজেটিভ রিপোর্ট আসছে। কিন্তু অনেকেই এখন দৈনন্দিন জীবনাচারে স্বাভাবিকভাবে চলার দৃশ্য দেখা যাচ্ছে। সেটা ভুল ধারণা। তাই সবাইকে সচেতন হয়ে চলতে হবে।’ চট্টগ্রামে সরকারি-বেসরকারি ছয়টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা চলছে। এসব ল্যাবে প্রতিদিন গড়ে এক হাজার থেকে ১২০০ পর্যন্ত নমুনা টেস্ট করা যায়। তবে এখন অনেক রোগীই উপসর্গ দেখা দেওয়ার পরও নমুনা দিচ্ছেন না।
শিরোনাম
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
চট্টগ্রামে করোনায় কমছে মৃত্যু, কমেনি সংক্রমণ
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর