চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে। তবে এর বিপরীতে সংক্রমণের সংখ্যা কমেনি। বরং সংক্রমণ অব্যাহত আছে। প্রতিদিনই নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। গত আগস্ট মাসে দৈনিক গড়ে ৮৪ জনের মতো নতুন করে আক্রান্ত হয়েছে। পক্ষান্তরে গত আগস্ট মাসে পৃথক ১০ দিন ছিল মৃত্যুশূন্য। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৩৭ জনের মৃত্যু হয়। কিন্তু গত জুলাই মাসে মৃত্যু হয় ৫৮ জন, জুন মাসে মৃত্যু হয় ৯৮ জন, মে মাসে ৬৮ জন এবং এপ্রিল মাসে ৮ জন মারা যান। গত আগস্ট মাসে নতুন করে আক্রন্ত হয় দুই হাজার ৫৮৫ জন। প্রতিদিন গড়ে ৮৪ জনের মতো আক্রান্ত হয়। গত সোমবার রাত পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা যান ২৭২ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ১৮৯ জন এবং ১৫ উপজেলায় ৮৩ জন। ইতিমধ্যে চট্টগ্রামে মোট আক্রান্ত হয় ১৭ হাজার ১১০ জন। এর মধ্যে মহানগরে ১২ হাজার ১৯৮ জন এবং ১৫ উপজেলায় চার হাজার ৯১২ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৭০৩ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা কমেনি। প্রতিদিন গড়ে ৮৪ জনের চেয়ে বেশি নতুন করে আক্রান্ত হচ্ছে। এ জন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক এবং সরকারি নির্দেশনা মেনে চলাফেরা করতে হবে। কারণ মৃত্যু কমা মানে করোনা কমা নয়।’ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) করোনা ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমদ বলেন, ‘করোনা সংক্রমণ কমেনি। করোনার নমুনা পরীক্ষা করা হলে পজেটিভ রিপোর্ট আসছে। কিন্তু অনেকেই এখন দৈনন্দিন জীবনাচারে স্বাভাবিকভাবে চলার দৃশ্য দেখা যাচ্ছে। সেটা ভুল ধারণা। তাই সবাইকে সচেতন হয়ে চলতে হবে।’ চট্টগ্রামে সরকারি-বেসরকারি ছয়টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা চলছে। এসব ল্যাবে প্রতিদিন গড়ে এক হাজার থেকে ১২০০ পর্যন্ত নমুনা টেস্ট করা যায়। তবে এখন অনেক রোগীই উপসর্গ দেখা দেওয়ার পরও নমুনা দিচ্ছেন না।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে