চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে। তবে এর বিপরীতে সংক্রমণের সংখ্যা কমেনি। বরং সংক্রমণ অব্যাহত আছে। প্রতিদিনই নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। গত আগস্ট মাসে দৈনিক গড়ে ৮৪ জনের মতো নতুন করে আক্রান্ত হয়েছে। পক্ষান্তরে গত আগস্ট মাসে পৃথক ১০ দিন ছিল মৃত্যুশূন্য। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৩৭ জনের মৃত্যু হয়। কিন্তু গত জুলাই মাসে মৃত্যু হয় ৫৮ জন, জুন মাসে মৃত্যু হয় ৯৮ জন, মে মাসে ৬৮ জন এবং এপ্রিল মাসে ৮ জন মারা যান। গত আগস্ট মাসে নতুন করে আক্রন্ত হয় দুই হাজার ৫৮৫ জন। প্রতিদিন গড়ে ৮৪ জনের মতো আক্রান্ত হয়। গত সোমবার রাত পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা যান ২৭২ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ১৮৯ জন এবং ১৫ উপজেলায় ৮৩ জন। ইতিমধ্যে চট্টগ্রামে মোট আক্রান্ত হয় ১৭ হাজার ১১০ জন। এর মধ্যে মহানগরে ১২ হাজার ১৯৮ জন এবং ১৫ উপজেলায় চার হাজার ৯১২ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৭০৩ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা কমেনি। প্রতিদিন গড়ে ৮৪ জনের চেয়ে বেশি নতুন করে আক্রান্ত হচ্ছে। এ জন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক এবং সরকারি নির্দেশনা মেনে চলাফেরা করতে হবে। কারণ মৃত্যু কমা মানে করোনা কমা নয়।’ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) করোনা ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমদ বলেন, ‘করোনা সংক্রমণ কমেনি। করোনার নমুনা পরীক্ষা করা হলে পজেটিভ রিপোর্ট আসছে। কিন্তু অনেকেই এখন দৈনন্দিন জীবনাচারে স্বাভাবিকভাবে চলার দৃশ্য দেখা যাচ্ছে। সেটা ভুল ধারণা। তাই সবাইকে সচেতন হয়ে চলতে হবে।’ চট্টগ্রামে সরকারি-বেসরকারি ছয়টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা চলছে। এসব ল্যাবে প্রতিদিন গড়ে এক হাজার থেকে ১২০০ পর্যন্ত নমুনা টেস্ট করা যায়। তবে এখন অনেক রোগীই উপসর্গ দেখা দেওয়ার পরও নমুনা দিচ্ছেন না।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
চট্টগ্রামে করোনায় কমছে মৃত্যু, কমেনি সংক্রমণ
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর