চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে। তবে এর বিপরীতে সংক্রমণের সংখ্যা কমেনি। বরং সংক্রমণ অব্যাহত আছে। প্রতিদিনই নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। গত আগস্ট মাসে দৈনিক গড়ে ৮৪ জনের মতো নতুন করে আক্রান্ত হয়েছে। পক্ষান্তরে গত আগস্ট মাসে পৃথক ১০ দিন ছিল মৃত্যুশূন্য। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৩৭ জনের মৃত্যু হয়। কিন্তু গত জুলাই মাসে মৃত্যু হয় ৫৮ জন, জুন মাসে মৃত্যু হয় ৯৮ জন, মে মাসে ৬৮ জন এবং এপ্রিল মাসে ৮ জন মারা যান। গত আগস্ট মাসে নতুন করে আক্রন্ত হয় দুই হাজার ৫৮৫ জন। প্রতিদিন গড়ে ৮৪ জনের মতো আক্রান্ত হয়। গত সোমবার রাত পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা যান ২৭২ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ১৮৯ জন এবং ১৫ উপজেলায় ৮৩ জন। ইতিমধ্যে চট্টগ্রামে মোট আক্রান্ত হয় ১৭ হাজার ১১০ জন। এর মধ্যে মহানগরে ১২ হাজার ১৯৮ জন এবং ১৫ উপজেলায় চার হাজার ৯১২ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৭০৩ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা কমেনি। প্রতিদিন গড়ে ৮৪ জনের চেয়ে বেশি নতুন করে আক্রান্ত হচ্ছে। এ জন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক এবং সরকারি নির্দেশনা মেনে চলাফেরা করতে হবে। কারণ মৃত্যু কমা মানে করোনা কমা নয়।’ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) করোনা ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমদ বলেন, ‘করোনা সংক্রমণ কমেনি। করোনার নমুনা পরীক্ষা করা হলে পজেটিভ রিপোর্ট আসছে। কিন্তু অনেকেই এখন দৈনন্দিন জীবনাচারে স্বাভাবিকভাবে চলার দৃশ্য দেখা যাচ্ছে। সেটা ভুল ধারণা। তাই সবাইকে সচেতন হয়ে চলতে হবে।’ চট্টগ্রামে সরকারি-বেসরকারি ছয়টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা চলছে। এসব ল্যাবে প্রতিদিন গড়ে এক হাজার থেকে ১২০০ পর্যন্ত নমুনা টেস্ট করা যায়। তবে এখন অনেক রোগীই উপসর্গ দেখা দেওয়ার পরও নমুনা দিচ্ছেন না।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
চট্টগ্রামে করোনায় কমছে মৃত্যু, কমেনি সংক্রমণ
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর