হাট-বাজার কিংবা পর্যটন কেন্দ্র, সবখানেই ভিড় মানুষের। স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও। শারীরিক দূরত্ব নিশ্চিত- সে তো অকল্পনীয়। মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে সবাই। অবস্থা দেখে মনে হবে দেশ থেকে করোনা পালিয়েছে অনেক আগেই। সিলেটের সর্বত্র স্বাস্থ্যবিধি লঙ্ঘনের এমন প্রতিযোগিতা চললেও নীরব প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এতে বাড়ছে করোনা সংক্রমণ। আর এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে ‘ট্রাফিক সপ্তাহ’র মতো ‘স্বাস্থ্যবিধি মাস’ পালনের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সিলেট নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা বন্দরবাজার। এ এলাকায়ই রয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ কার্যালয়, জেলা প্রশাসকের বাসবভবন, জেলা ও দায়রা জজ আদালত এবং সিলেট সিটি করপোরেশনসহ গুরুত্বপূর্ণ অনেক অফিস। পাশাপাশি বাণিজ্যিক কারণেও শহরের মধ্যে এ এলাকায় জনসমাগম সবচেয়ে বেশি হয়ে থাকে। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ব্যস্ততম এলাকায় প্রায়ই লেগে থাকে যানজট। গুরুত্বপূর্ণ এই এলাকায়ই দেখা যায় অবাধে লোকজন ঘুরে বেড়াচ্ছেন মাস্ক ছাড়াই। দক্ষিণ সুরমার শিববাড়ির আবুল হোসেন মাস্ক ছাড়াই এসেছেন বন্দরবাজার এলাকার হাসান মার্কেটে কেনাকাটা করতে। মুখে মাস্ক কেন নেই- এমন প্রশ্নের জবাবে তার সোজাসাপ্টা জবাব ‘দেশে এখন করোনা নেই। বন্দরবাজারের মতো পুরো শহরের সব ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকার অবস্থা একই। এদিকে, এখনো আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া না হলেও প্রতিদিনই দলে দলে লোকজন বেড়াতে যাচ্ছেন পর্যটনকেন্দ্রগুলোয়। বেড়াতে গিয়ে অনেকেই করোনা সংক্রমিত হয়ে ফিরছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, সংক্রমণ ঠেকাতে ‘ট্রাফিক সপ্তাহ’র মতো ‘স্বাস্থ্যবিধি মাস’ পালন করতে হবে। জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
শিরোনাম
- তীব্র গরমে অতিষ্ঠ বেনাপোলের জনজীবন
- নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
স্বাস্থ্যবিধি মাস পালনের পরামর্শ
সিলেটে স্বাস্থ্যবিধি মানছে না কেউ
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর