শিরোনাম
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মাস পালনের পরামর্শ

সিলেটে স্বাস্থ্যবিধি মানছে না কেউ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

স্বাস্থ্যবিধি মাস পালনের পরামর্শ

সিলেট নগরীর ব্যস্ততম বন্দরবাজারে মানুষের ভিড়। অনেকের মুখে নেই মাস্ক -বাংলাদেশ প্রতিদিন

হাট-বাজার কিংবা পর্যটন কেন্দ্র, সবখানেই ভিড় মানুষের। স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও। শারীরিক দূরত্ব নিশ্চিত- সে তো অকল্পনীয়। মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে সবাই। অবস্থা দেখে মনে হবে দেশ থেকে করোনা পালিয়েছে অনেক আগেই। সিলেটের সর্বত্র স্বাস্থ্যবিধি লঙ্ঘনের এমন প্রতিযোগিতা চললেও নীরব প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এতে বাড়ছে করোনা সংক্রমণ। আর এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে ‘ট্রাফিক সপ্তাহ’র মতো ‘স্বাস্থ্যবিধি মাস’ পালনের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সিলেট নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা বন্দরবাজার। এ এলাকায়ই রয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ কার্যালয়, জেলা প্রশাসকের বাসবভবন, জেলা ও দায়রা জজ আদালত এবং সিলেট সিটি করপোরেশনসহ গুরুত্বপূর্ণ অনেক অফিস। পাশাপাশি বাণিজ্যিক কারণেও শহরের মধ্যে এ এলাকায় জনসমাগম সবচেয়ে বেশি হয়ে থাকে। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ব্যস্ততম এলাকায় প্রায়ই লেগে থাকে যানজট। গুরুত্বপূর্ণ এই এলাকায়ই দেখা যায় অবাধে লোকজন ঘুরে বেড়াচ্ছেন মাস্ক ছাড়াই। দক্ষিণ সুরমার শিববাড়ির আবুল হোসেন মাস্ক ছাড়াই এসেছেন বন্দরবাজার এলাকার হাসান মার্কেটে কেনাকাটা করতে।  মুখে মাস্ক কেন নেই- এমন প্রশ্নের জবাবে তার সোজাসাপ্টা জবাব ‘দেশে এখন করোনা নেই। বন্দরবাজারের মতো পুরো শহরের সব ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকার অবস্থা একই। এদিকে, এখনো আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া না হলেও প্রতিদিনই দলে দলে লোকজন বেড়াতে যাচ্ছেন পর্যটনকেন্দ্রগুলোয়। বেড়াতে গিয়ে অনেকেই করোনা সংক্রমিত হয়ে ফিরছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, সংক্রমণ ঠেকাতে ‘ট্রাফিক সপ্তাহ’র মতো ‘স্বাস্থ্যবিধি মাস’ পালন করতে হবে। জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর