শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রকল্পে ভুলত্রুটি হলে জনগণই বলে মন্ত্রণালয় চুরি করেছে

-পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, বর্ষায় নদীর চরিত্র একরকম, শুকনো মৌসুমে আরেক রকম। সমীক্ষা করে প্রকল্প করতে এক থেকে দেড় বছর সময় লাগে। অনেক সময় সংসদ সদস্যদের দাবির মুখে তড়িঘড়ি করে প্রকল্প করতে হয়। পরে দেখা যায় ভুলত্রুটি হলে জনগণই বলে পানি সম্পদ মন্ত্রণালয় চুরি করেছে। গতকাল সকালে ভোলা সদর উপজেলার বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

 এ সময় নদীর বিভিন্ন পয়েন্টে স্থানীয় জনগণ প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

পানি সম্পদ প্রতিমন্ত্রীর সফরকালে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ-আল ইসলাম জ্যাকব, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। একেক বছর একেক ধরনের আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। কোনো বছর বন্যা, আবার কোনো বছর ঘূর্ণিঝড় হচ্ছে বেশি। আবহাওয়ার পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলাসহ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিসভা  দিনরাত কাজ করে যাচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর