শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মানিকগঞ্জে বন্যার্তদের মধ্যে বসুন্ধরা গ্রুপের খাদ্যসহায়তা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বন্যার্তদের মধ্যে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের খাদ্যসহায়তা অব্যাহত রয়েছে। গতকাল হরিরামপুর উপজেলার চরাঞ্চলের দুটি ইউনিয়নের ৫০০ বন্যার্তের মধ্যে খাদ্যসহায়তা দেওয়া হয়। হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বালিয়াকান্দি চর এলাকায় ২৫০ ও লেছড়াগঞ্জ ইউনিয়নের ২৫০- মোট ৫০০ বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্যসহায়তা দেওয়া হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনায় খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা  করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। খাদ্যসহায়তার মধ্যে প্রতিটি ব্যাগে রয়েছে চাল, ডাল, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য। সামাজিক দূরত্ব এবং প্রকৃত দুস্থদের নিশ্চিত করার জন্য সহায়তা নেওয়া হয়েছে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের। ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) বেল্লাল হোসেন ও স্থানীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বন্যা ও করোনা মহামারীতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনুর সার্বিক সহযোগিতায় মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অসহায় বন্যার্তদের মধ্যে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। বসুন্ধরা গ্রুপের মতো অন্য শিল্পপতিদেরও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর