সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে দুজন শিক্ষকের এমপিও বন্ধ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে কেন তাদের এমপিও স্থায়ীভাবে বাতিল করা হবে না সে মর্মে কারণ দর্শাতেও বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।
এমপিও স্থগিত হওয়া শিক্ষকরা হলেন, চাঁদপুর জেলার সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জাহাঙ্গীর হোসেন ও কম্পিউটার বিষয়ের প্রভাষক নোমান সিদ্দীকী।
জানা গেছে, গত জুলাই মাসের মাঝামাঝি সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে চাঁদপুর মডেল থানায় আইসিটি আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় তাদের আটক করেছিল পুলিশ। এ ছাড়াও অপপ্রচারের বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) তদন্তে প্রমাণিত।
কারণ দর্শানোর জবাব পাওয়ার পর এর ওপর মতামত প্রদান করে মাউশি মহাপরিচালককে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।