দুই লেনের সড়ক চার লেনে পুনর্নির্মাণ কাজ করছে রাজশাহী সিটি করপোরেশন। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের একটি অংশ নগরীর ভিতর দিয়ে যাওয়া এই মহাসড়কটির প্রশস্তকরণ কাজ চলছে প্রায় ৭ মাস ধরে। কিন্তু এক মাস ধরে বন্ধ করে দেওয়া হয়েছে সড়কটি। কার্পেটিংয়ের সময় সাধারণত রাস্তার এক পাশ বন্ধ করে আরেক পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়। কিন্তু এখানে সেটি করা হয়নি। সড়কের দুই পাশে মাটি তুলে পাহাড় করা হয়েছে। বাঁশ টানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সড়কটি। মহাসড়কটি বন্ধ করেই চালানো হচ্ছে প্রশস্তকরণ কাজ। আর তাতে এই রাস্তা দিয়ে চলাচলকারী লাখ লাখ মানুষ পড়েছে ব্যাপক ভোগান্তিতে। অভিযোগ উঠেছে, ঠিকাদার হলেন রাজশাহী নগর আওয়ামী লীগের সাবেক কমিটির যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন ও সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা বজলুর রশিদ। তাদের প্রভাবের কারণে পুরো রাস্তাটিই বন্ধ করে চালানো হচ্ছে প্রশস্তকরণ কাজ। স্থানীয়রা জানায়, ৭ মাস আগে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের নগরীর বহরমপুর-কাশিয়াডাঙ্গার তিন কিলোমিটার রাস্তাটি প্রশস্তকরণ কাজ শুরু হয়। ২৬ কোটি টাকা ব্যয়ে দুই লেন থেকে সড়কটি চার লেনের কাজ করা হচ্ছে। কিন্তু গত এক মাস ধরে চার লেনই বন্ধ করে দিয়ে সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজ করা হচ্ছে। এতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নগরীর বহরমপুর বাইপাস মোড় রেলক্রসিংয়ের কাছে ইট বালু দিয়ে সড়কটি বন্ধ করা হয়েছে। চারকুঠার মোড় এলাকায় ট্রাক থেকে প্রশস্তকরণ কাজের মালামাল সড়কের মাঝখানে ফেলা হচ্ছে। ফলে দুই পাশ থেকেই বন্ধ হয়ে গেছে যান চলাচল। ঠিকাদার মোস্তাক হোসেন জানান, বৃষ্টির কারণে তারা কাজটি শেষ করতে পারেননি। এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করে রাস্তাটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এভাবে মহাসড়ক বন্ধ করে কাজ করার নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার জানান, ঠিকাদারের সঙ্গে তাদের কথা হয়েছে। বৃষ্টির কারণে তারা কাজ করতে পারেননি বলে জানিয়েছেন। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
শিরোনাম
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
মহাসড়ক বন্ধ করে সংস্কার
রাজশাহীতে ভোগান্তি ♦ ঠিকাদার দিচ্ছে বৃষ্টির দোহাই
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর