দুই লেনের সড়ক চার লেনে পুনর্নির্মাণ কাজ করছে রাজশাহী সিটি করপোরেশন। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের একটি অংশ নগরীর ভিতর দিয়ে যাওয়া এই মহাসড়কটির প্রশস্তকরণ কাজ চলছে প্রায় ৭ মাস ধরে। কিন্তু এক মাস ধরে বন্ধ করে দেওয়া হয়েছে সড়কটি। কার্পেটিংয়ের সময় সাধারণত রাস্তার এক পাশ বন্ধ করে আরেক পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়। কিন্তু এখানে সেটি করা হয়নি। সড়কের দুই পাশে মাটি তুলে পাহাড় করা হয়েছে। বাঁশ টানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সড়কটি। মহাসড়কটি বন্ধ করেই চালানো হচ্ছে প্রশস্তকরণ কাজ। আর তাতে এই রাস্তা দিয়ে চলাচলকারী লাখ লাখ মানুষ পড়েছে ব্যাপক ভোগান্তিতে। অভিযোগ উঠেছে, ঠিকাদার হলেন রাজশাহী নগর আওয়ামী লীগের সাবেক কমিটির যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন ও সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা বজলুর রশিদ। তাদের প্রভাবের কারণে পুরো রাস্তাটিই বন্ধ করে চালানো হচ্ছে প্রশস্তকরণ কাজ। স্থানীয়রা জানায়, ৭ মাস আগে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের নগরীর বহরমপুর-কাশিয়াডাঙ্গার তিন কিলোমিটার রাস্তাটি প্রশস্তকরণ কাজ শুরু হয়। ২৬ কোটি টাকা ব্যয়ে দুই লেন থেকে সড়কটি চার লেনের কাজ করা হচ্ছে। কিন্তু গত এক মাস ধরে চার লেনই বন্ধ করে দিয়ে সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজ করা হচ্ছে। এতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নগরীর বহরমপুর বাইপাস মোড় রেলক্রসিংয়ের কাছে ইট বালু দিয়ে সড়কটি বন্ধ করা হয়েছে। চারকুঠার মোড় এলাকায় ট্রাক থেকে প্রশস্তকরণ কাজের মালামাল সড়কের মাঝখানে ফেলা হচ্ছে। ফলে দুই পাশ থেকেই বন্ধ হয়ে গেছে যান চলাচল। ঠিকাদার মোস্তাক হোসেন জানান, বৃষ্টির কারণে তারা কাজটি শেষ করতে পারেননি। এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করে রাস্তাটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এভাবে মহাসড়ক বন্ধ করে কাজ করার নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার জানান, ঠিকাদারের সঙ্গে তাদের কথা হয়েছে। বৃষ্টির কারণে তারা কাজ করতে পারেননি বলে জানিয়েছেন। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
শিরোনাম
- এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া সর্বনিম্ন ২০০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- ৪০ বছরের পথচলা শেষে বন্ধ হচ্ছে এমটিভি
- ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে জনতার ঢল, উত্তাল যুক্তরাষ্ট্র
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, তালিকায় সপ্তম
- স্ত্রী-সন্তান নিয়ে কেন হলিউড ছেড়েছিলেন ক্লুনি
- আরও দুই ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দিল হামাস
- সতীর্থের চোটে অস্ট্রেলিয়া দলে ফিরলেন লাবুশেনে
- মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
- আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত
- চার দিনের মধ্যে লঘুচাপের শঙ্কা, হতে পারে ঘূর্ণিঝড়ও
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ অক্টোবর)
- যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান
- ট্রাম্পের লক্ষ্য: আফগান-পাকিস্তান সংঘাত সমাধান হবে ‘নম্বর ৯’
- ওমানে নিহত সাত প্রবাসীর মরদেহ দেশে ফিরল
- অ্যাপল উন্মোচন করলো নতুন আইপ্যাড প্রো এম৫
- আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
- আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: অন্তত ১০ নিহত, যুদ্ধবিরতি ভঙ্গ
- ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান
- কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে : বিমান মন্ত্রণালয়
- ঢাকার ৪ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর