রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জমির দলিল, নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও ডেমি স্ট্যাম্পে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি (জলছাপ) অন্তর্ভুক্তির দাবি উঠেছে। গতকাল দুপুরে রংপুর সিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন কৃষিভিত্তিক সংগঠন কমন ইন্টারেস্ট গ্রুপ সিআইজি (ফসল) সমবায় সমিতির নেতারা। এ সময় বেশ কটি সংগঠনের নেতারা তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বব্যাপী ও সব বাঙালি জাতির অন্তরে রয়ে গেলেও তাঁর প্রতিচ্ছবি হিসেবে জমির দলিলের স্ট্যাম্প, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ডেমি স্ট্যাম্পে (জলছাপ) এখনো অন্তর্ভুক্ত করা হয়নি। এটি এখন সময়ের দাবি। ইতিপূর্বে ১৯৪২, ১৯৪৪ ও ১৯৪৮ সালের জমির দলিলের স্ট্যাম্পে সে সময়কার রাষ্ট্রনায়কের প্রতিচ্ছবি জলছাপ অন্তর্ভুক্ত ছিল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফসল সভাপতি মো. মোফাজ্জল হোসেন মোফা। উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আবদুল জলিল, সাধারণ সম্পাদক মো. আবদুল হাকিম সরকার, মানবাধিকার কমিশন রংপুর জোনের সহসভাপতি মো. সহিদুল ইসলাম খোকন ও পরিচালক মো. আবদুল লতিফ সরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর