শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জরিমানা দিয়ে ছাড়া পেল আটক অর্ধশত ইজিবাইক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নকল স্টিকার, ব্লু বুক না থাকা ও গাড়ির ডানপাশের নির্ধারিত রড খুলে ফেলার অভিযোগে আটক অর্ধশত ইজিবাইককে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল দুপুরে নগরীর শিববাড়ি পাবলিক হল চত্বর থেকে ইজিবাইক মালিকের কাছে তা ফেরত দেওয়া হয়। এর আগে ১৮ নভেম্বর সিটি করপোরেশনের অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে এসব গাড়ি আটক করা হয়। কেসিসির সিনিয়র লাইসেন্স কর্মকর্তা ফারুক হোসেন তালুকদার বলেন, দুর্ঘটনা ও যানজট এড়াতে নগরীতে প্রায় আট হাজার ইজিবাইকের লাইসেন্স দেওয়া হয়েছে।

 অনুমোদিত এ ইজিবাইক চিহ্নিত করতে সিটি মেয়রের স্বাক্ষর করা স্টিকারও দেওয়া হয়। কিন্তু ওই স্টিকার জাল করে যানবাহনে ব্যবহার করছে চালকরা। একটি লাইসেন্সের ফটোকপি দিয়ে চলছে একাধিক ইজিবাইক। এ কারণে অভিযান চালিয়ে অবৈধ এসব ইজিবাইক আটক করা হয়েছে। পরে সিটি মেয়রের নির্দেশে প্রথমবারের মতো এ অপরাধ করায় মানবিক কারণে তাদের ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর