সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর ৩২০ সদস্য

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমানবাহিনী ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ৩২০ সদস্যের কন্টিনজেন্টের প্রতিস্থাপন শুরু করতে যাচ্ছে। এদের মধ্যে তিনজন মহিলা কর্মকর্তা রয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, এ উপলক্ষে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গতকাল সকালে বিমানবাহিনী ঘাঁটি বাশারে কঙ্গোগামী ব্যানএয়ারের নতুন সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। উল্লেখ্য, কঙ্গো শান্তিরক্ষা মিশনে বিমানবাহিনীর তিনটি কন্টিনজেন্টে (ইউটিলিটি এভিয়েশন ইউনিট, এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) মোট ৩২০ জন বিমানবাহিনীর সদস্যসহ ১টি সি-১৩০বি পরিবহন বিমান, ৬টি এমআই-১৭ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট মোতায়েন রয়েছে। নতুন সদস্যরা তাদের স্থলাভিষিক্ত হবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর