মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

গুলিস্তানের মার্কেটে উচ্ছেদ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

গুলিস্তানের মার্কেটে উচ্ছেদ অব্যাহত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গতকাল রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটের একটি অংশে উচ্ছেদ অভিযান চালায় -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ পঞ্চম দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। গতকাল দুপুর ১২টায় সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সিটি করপোরেশন মালিকানাধীন এ মার্কেটে ৯১১টি নকশাবহির্ভূত বা অবৈধ দোকান রয়েছে। এসব দোকান মার্কেটের সিঁড়ি, হাঁটাচলার পথ, টয়লেট, লিফটের জায়গা ও ফুটপাথে করা হয়েছে। ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে গত মঙ্গলবার থেকে এ অভিযান চলছে। ইতিমধ্যে দুই-তৃতীয়াংশ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ জানান, প্রয়োজনে আরও কয়েক দিন এ মার্কেটে অভিযান চালানো হবে। দোকান মালিকদের অভিযোগ, নকশার বাইরে তোলা ৯১১টি দোকানই অস্থায়ীভাবে বরাদ্দ দেয় সিটি করপোরেশন।২০১২ সালের মার্চ থেকে ২০২০-সালের মার্চ পর্যন্ত ভাড়া বাবদ দক্ষিণ সিটি প্রায় সাড়ে ৪ কোটি টাকা আদায় করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর