বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
মতবিনিময় সভায় পুলিশ সুপার

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পুলিশের ভূমিকা অপরিসীম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মুজিববর্ষের স্লোগান- পুলিশ হবে জনতার। এই স্লোগান সামনে রেখে পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। সরকারের ভিশন ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পুলিশের ভূমিকা অপরিসীম। গতকাল দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনসের ড্রিল সেডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন। তিনি বলেন, পুলিশের সঙ্গে সাংবাদিকদের পেশাগত সু-সম্পর্ক রাখতে হবে। তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে হবে। তিনি বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক ও মো. শাহজাহান, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা প্রেস ক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ এবং রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক এবং টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর