রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিঅ্যান্ডএফ এজেন্টস লাইসেন্সিং বিধিমালা সংশোধন দাবি

নিজস্ব প্রতিবেদক

‘সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০’ কে স্বার্থবিরোধী দাবি করে তা সংশোধনের দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। একইসঙ্গে সারা  দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের বিল এন্ট্রির মাধ্যমে শতভাগ মূসক (ভ্যাট) অগ্রিম প্রদান করে জানিয়ে মাসিক রিটার্ন প্রদান থেকে অব্যাহতির দাবি জানানো হয়েছে।

গতকাল রাজধানীর বেইলি রোডে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় এই দাবি জানানো হয়। অন্যথায় বিধি সংশোধনের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মফিজুর রহমান সজন, মহাসচিব সুলতান হোসেন খান, অর্থসচিব একেএম আকতার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সচিব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নির্বাহী সদস্য আবদুল কুদ্দুস প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর