শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চতুর্থ তলায় আগুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চতুর্থ তলায় আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে। গতকাল দুপুর পৌনে ২টার দিকে সেখানে আগুন লাগে। ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে কর্মকর্তা মো. হোসাইন জানান, গতকাল বেলা পৌনে ২টার দিকে সেখানে আগুন লাগে। তাদের কর্মীরা ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় আগুন নয়, ধোঁয়া বের হচ্ছিল। অল্প সময়ে সবকিছু নিয়ন্ত্রণে এনেছেন আমাদের কর্মীরা। হাসপাতালের একজন কর্মচারী জানান, হাসপাতালের পুরাতন ভবনের চতুর্থ তলার পেছনে বেলকনি থেকে ধোঁয়া বের হচ্ছিল। পাশেই আইসিইউ ইউনিট থাকায় অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর