রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন

সবার জন্য সমান পরিবেশ সৃষ্টি হয়নি : ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সবার জন্য সমান পরিবেশ সৃষ্টি হয়নি : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে এখনো সবার জন্য সমান পরিবেশ সৃষ্টি করা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গতকাল নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব অভিযোগ করেন। ডা. শাহাদাত বলেন, ‘সরকারদলীয় সন্ত্রাসীরা ভয়ভীতি প্রদর্শন করে ভোটারের উপস্থিতি কমানোর পাঁয়তারা করছেন। কেন্দ্র দখল ও ভোট কারচুপি ঠেকিয়ে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।’ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, সালাউদ্দিন কাদের আসাদ, মো. আরিফুর রহমান প্রমুখ। এর আগে তিনি মহানগর ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে নগরীর কাজীর দেউড়ি  মোড়, ভিআইপি টাওয়ার, কাজীর দেউড়ি বাজার, নূর আহমদ সড়ক গণসংযোগ করে দলীয় কার্যালয়ের সমাবেশে যোগ দেন। পরে ডা. শাহাদাত হোসেন  স্বেচ্ছাসেবক দলের নেতাদের নিয়ে ওয়াসা মোড়, জমিয়তুল ফালাহ, দামপাড়ায় গণসংযোগ করেন।

ডা. শাহাদাত বলেন, সব বাধা-বিপত্তি অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। জনগণকে উৎসাহী করে ভোট কেন্দ্রে নিরাপদে ভোট দেওয়ার নিরাপত্তা দিতে হবে ছাত্রদলকে। মামলা-হামলা যাই হোক জনগণকে নিয়ে ভোট কেন্দ্রে থাকতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর