রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কাউন্সিলর প্রার্থীদের দলীয় পোস্টার সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের দলীয় মনোনয়নের পরিচিতি সংবলিত পোস্টার, ব্যানার ও লিফলেট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা রক্ষার্থে কোতোয়ালি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং পোস্টার, ব্যানার ও লিফলেট সরানোর নির্দেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, সরেজমিন দেখা যায় বেশির ভাগ কাউন্সিলর পোস্টার, ব্যানার ও লিফলেটে নিজেদের দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে প্রচারণা চালাচ্ছেন। এটি কাউন্সিলরদের জন্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। কারণ কাউন্সিলররা দলীয়ভাবে মনোনীত নন। এ ব্যাপারে পোস্টার, ব্যানার, লিফলেট সরিয়ে ফেলতে প্রার্থীদের চিঠির মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে।

 গত দুই দিন সবার সঙ্গে যোগাযোগ করে লিফলেট সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ আচরণবিধি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর