মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শাহজালালে জাল ভিসাসহ ভারতীয় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাল ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টার সময় এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে এপিবিএন-১৩ এর সদস্যরা। শক্তিভেল নামে ওই ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। তার বাবার নাম রবী রাজ। গতকাল সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

এপিবিএন-১৩ এর অতিরিক্ত এসপি আলমগীর হোসেন শিমুল জানান, জাল ভিসা নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছিলেন শক্তিভেল। এ সময় চেক-ইন কর্মকর্তারা যুক্তরাজ্যের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। দূতাবাসের ইমিগ্রেশন লিয়াজোঁ কর্মকর্তা এসে ভিসাটি জাল হিসেবে চিহ্নিত করেন এবং সেটিতে ক্রস মার্ক বসিয়ে দেন। শক্তিভেলকে তল্লাশি করে পাসপোর্টসহ কিছু ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র পাওয়া গেছে। তিনি চেন্নাইয়ের ডেভিড নামে এক দালালের কাছ থেকে যুক্তরাজ্যের জাল ভিসা সংগ্রহ করেন এবং গত ২০ জানুয়ারি বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন।

গতকাল এপিবিএন-১৩ এর এসআই মীর ফেরদৌস ওয়াহীদ তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর