মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মেয়াদ দেড় বছর পার, কবে বোয়ালখালী পৌর নির্বাচন?

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার মেয়াদ দেড় বছর পার হলেও আইনি জটিলতায় আটকে আছে নির্বাচন। এ জন্য জনপ্রতিনিধির পাশাপাশি ভোটাররাও উদ্বিগ্ন। অভিযোগ উঠেছে, বিএনপি মনোনীত বর্তমান মেয়র এ পদটি আঁকড়ে ধরে রাখতেই ভোটার, সীমানা নির্ধারণসহ নানা বিরূপ পরিবেশ তৈরি করছেন।

জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের উপসচিব (পৌর-১) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘আইনগত কোনো বাধা নেই বোয়ালখালী পৌরসভা নির্বাচনের। বিষয়টি জানিয়ে ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়েছে। ইসি ইচ্ছা করলেই যে কোনো সময় নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করতে পারে।’

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. শফিউল আলম বলেন, ‘একটি চক্র বারবার পৌর নির্বাচন আটকে রেখেছে। এখনো নানা অজুহাত তোলার চেষ্টা করছে।’

নির্বাচন বন্ধে তার কোনো হাত নেই দাবি করে বোয়ালখালী পৌরসভার মেয়র বিএনপি নেতা হাজী আবুল কালাম আবু বলেন, ‘আইনি কোনো সমস্যা বা জটিলতা না থাকলে নির্বাচন হচ্ছে না কেন? আমিও চাই নির্বাচন হোক। তবে ভোটার তালিকা, সীমানা নির্ধারণসহ নানা সমস্যা রয়েছে।’ এসব কেটে গেলে যে কোনো সময় কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে বলে জানান তিনি।

বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘ভোটার বিষয়ে কিছু আইনি জটিলতা ছিল। তা এখন কেটে গেছে।’

উল্লেখ্য, ২০১৪ সালের ২১ মে বোয়ালখালী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। একই বছরের ১৯ জুন প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে হিসেবে ২০১৯ সালের ১৯ জুন পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর