মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রংপুরে জেএমবি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে মীর ফজলে রাব্বী নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল র‌্যাব ১৩-এর সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. হালিউজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মীর ফজলে রাব্বীকে জেএমবি সদস্য উল্লেখ করে জানানো হয়- তার জন্মস্থান পটুয়াখালী জেলায়। বড় হয়েছেন ঢাকায়। বর্তমানে রংপুর জেলার পীরগঞ্জের স্থায়ী বাসিন্দা। একসময় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। বর্তমানে কিছু করেন না। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- রবিবার দুপুরে র‌্যাবের একটি আভিযানিক দল পীরগঞ্জে অভিযান চালিয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মীর ফজলে রাব্বীকে (৩০) গ্রেফতার করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী ভিডিও কনটেন্ট এবং বিভিন্ন উগ্রবাদী বইসমূহের লিংক পাওয়া যায়। এ ছাড়া তার ব্যবহৃত মোবাইল থেকে অন্যদের সম্পৃক্ততা পাওয়া যায় বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গ্রেফতার ফজলে রাব্বীর স্বীকারোক্তির বরাতে র‌্যাব জানায়, বাল্যবন্ধুর (বর্তমানে জেলে বন্দী) প্ররোচনায় এবং বিভিন্ন উগ্রবাদী বক্তার বক্তৃতা শোনে জেএমবিতে যোগদান করেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর