বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
রাজশাহী

টিকা নিতে তৃতীয় দিনে বেড়েছে ভিড়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে তৃতীয় দিনে টিকা নিতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষকে উপস্থিত হতে দেখা গেছে। গতকাল সকাল থেকেই অন্য দিনের চেয়ে রামেক হাসপাতালে টিকা নেওয়ার উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। সোমবার দ্বিতীয় দিনে টিকা নিয়েছেন ৭৩৯ জন। কিন্তু গতকাল দুপুর ১টা পর্যন্ত টিকা নিয়েছেন ৯৫২ জন। আর রেজিস্ট্রেশন করেছেন ১ হাজার ১০০ জন। নতুন ভাবে আরও দুইটি বুথ যুক্ত করা হয়েছে। রামেক হাসপাতালের করোনা টিকার কেন্দ্র ঘুরে দেখা গেছে, টিকা নিতে আসা মানুষের সারি। এ দিন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকদের দেখা গেছে টিকা নিতে। গতকাল সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় দিনের টিকাদান কর্মসূচি শুরু হয়। সকালে হাসপাতালে গিয়ে অন্যদিনের চেয়ে মানুষের ভিড় বেশি লক্ষ্য করা গেছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষদের উপস্থিতিও ছিল ব্যাপক। টিকা নিয়ে নূরন্নবী নামের একজন জানান, ‘একটু আগেই টিকা নিয়েছি। কোন সমস্যা হচ্ছে না। রেজিস্ট্রেশন করে এত অল্প সময়ের মধ্যে টিকা পাবো ভাবতে পারিনি।’ রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, যারা হাসপাতাল থেকে টিকা নিয়েছেন তাদের সবাই সুস্থ আছেন। কারও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সবাই সুন্দরভাবে টিকা নিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর