শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মামলা দায়ের গ্রেফতার হয়নি কেউ বিক্ষোভ সমাবেশ

ববি শিক্ষার্থীদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মামলা দায়ের গ্রেফতার হয়নি কেউ বিক্ষোভ সমাবেশ

গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে ঢুকে শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে নগরীর রূপাতলী হাউজিংয়ের বিভিন্ন মেসে ঢুকে শিক্ষার্থী নির্যাতনের প্রায় ৪০ ঘণ্টা পর থানায় এই মামলা দায়ের করা হলো। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মু. মুহসিন উদ্দিন বাদী হয়ে গতকাল বিকাল ৪টার দিকে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় গভীর রাতে মেসে ঢুকে শিক্ষার্থীদের মারধর করে জখমের অভিযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই মামলার কোনো আসামিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস গতকাল রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দেওয়ায় প্রায় ১০ মিনিট পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। অন্যদিকে এই ঘটনায় বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

সংগঠনের জেলা ও মহানগর শাখার উদ্যোগে গতকাল বেলা ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রফ্রন্টের সভাপতি সাগর দাস আকাশ এতে সভাপতিত্ব করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর