মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বরিশালে ব্যবসা গুটাচ্ছে বাংলাদেশ বিমান?

১১ মাস ধরে চলে না ফ্লাইট কমানো হচ্ছে কর্মচারী

রাহাত খান, বরিশাল

গত ১১ মাস ধরে ঢাকা-বরিশাল আকাশ পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (যাত্রী পারিবহন) বন্ধ রয়েছে। কভিড পরিস্থিতি এবং অব্যাহত লোকসান দেখিয়ে পাঁয়তারা চলছে বরিশাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অত্যাধুনিক অফিস গুটিয়ে নেওয়ার। এর অংশ হিসেবে গত তিন সপ্তাহে বরিশালে থাকা ২১ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১১ জনকে ঢাকায় বদলি করে নেওয়া হয়েছে। অথচ কভিড পরিস্থিতির মধ্যেও সফলভাবে এই রুটে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস এবং নভোএয়ার। যদিও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তারা জানিয়েছেন, বরিশাল থেকে বিমানের অফিস গুটিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই এবং ঢাকা-বরিশাল রুটে আবারও বিমানের ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। কভিড পরিস্থিতির আগে ঢাকা-বরিশাল আকাশ পথে প্রতি সপ্তাহে পাঁচ দিন ফ্লাইট পরিচালনা করত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কানাডিয়ান ড্যাস-৮ মডেলের ৭৪ আসন বিশিষ্ট এই বিমান অধিকতর নিরাপদ ও আরামদায়ক এবং যাত্রী ভাড়া কম (৩ হাজার ২০০) হওয়ায় আকাশ পথের যাত্রীদের মধ্যেও বিমানের ফ্লাইট নিয়েছিল ব্যাপক আগ্রহ। কিন্তু তাদের সময়সূচি নিত্যদিন বিলম্বিত হওয়ায় এবং টিকিট কাটার আধুনিক ব্যবস্থাপনা না থাকায় প্রায়শই বিমান বাংলাদেশ এয়ার লাইনসের অনেক আসন খালি থাকত। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বরিশাল জেলা ব্যবস্থাপক সঞ্জয় কুমার কুন্ড বলেন, কভিড পরিস্থিতির কারণে ঢাকা-বরিশাল রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। আবারও এই রুটে ফ্লাইট চালুর কোনো সময় সূচি এখনো তিনি পাননি।

তবে এই রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল থেকে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে ঢাকায় বদলি করা হয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর