বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাজধানীর সরকারি সাত কলেজের চলমান পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষা স্থগিতের ঘোষণায় নীলক্ষেতে সড়ক আটকিয়ে প্রতিবাদ জানিয়েছে এসব কলেজের শিক্ষার্থীরা। গতকাল  সন্ধ্যায় স্থগিতের ঘোষণা আসার পরপর রাস্তায় নেমে আসে তারা। পরে রাত ১০টার দিকে বুধবার একই স্থানে আবারও অবস্থানের কর্মসূচি দিয়ে চলে যায় আন্দোলনকারীরা।   এর আগে গতকাল বিকালে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও কলেজগুলোর অধ্যক্ষদের এক সভা থেকে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে। বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা এ সময় কর্তৃপক্ষের সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে বলেন, আমাদের অনেকেরেই পরীক্ষা চলমান। এ অবস্থায় হঠাৎ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। আমরা পরীক্ষা দিতে চাই। আশা করি, কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত থেকে সরে আসবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর