মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

যাত্রীরা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না ডেমু ট্রেনে

চট্টগ্রাম-পটিয়া দোহাজারী রুট

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

যাত্রীসেবা নিশ্চিত হচ্ছে না ডেমু (ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন চলাচলে। চট্টগ্রাম-পটিয়া-দোহাজারী রুটে ১৭টি স্টেশন থাকলেও ১০টি স্টেশনে বিরতির নিয়ম রয়েছে। কিন্তু এ নিয়ম না মেনে বিরতিহীনভাবে চলছে এ ট্রেন। ফলে প্রত্যাশিত সেবা পাচ্ছেন না বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, স্টেশনগুলোতে জনবল সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে ট্রেন থামানো যাচ্ছে না। এ বিষয়ে একাধিক যাত্রী বলেন, ডেমু ট্রেন চলাচলে যতটা আশাবাদী হয়েছি, ঠিক ততটা নিরাশও হতে হচ্ছে। ধীরে ধীরে প্রতিটি স্টেশনের যাত্রীরা ট্রেন ভ্রমণ করতে পারব- এমন প্রত্যাশা করেছিলাম।কিন্তু এখন পর্যন্ত রুটগুলোর ৬টিতে ডেমু ট্রেনের বিরতি না দেওয়ায় যাত্রীরা সেই সুফল পাচ্ছেন না।

রেলওয়ে ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্নভাবে যাত্রীসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম-পটিয়া-দোহাজারী রুটে ডেমু ট্রেন চলাচল শুরু করেছে গত ৭ ফেব্রুয়ারি থেকে। এই রুটে ১৭টি স্টেশন রয়েছে। স্টেশনগুলোর মধ্যে ১টি চট্টগ্রাম জং কেবিন। এটি ট্রেন চলাচলের টেকনিক্যাল স্টেশন হিসেবে পরিচিত। এ ছাড়া বাকি স্টেশনগুলো বি ও ডি ক্যাটাগরির মধ্যে রয়েছে। কিন্তু বাকি ১৬টি স্টেশনের মধ্যে শুধু ১০টি স্টেশনে ডেমু ট্রেনের বিরতি দেওয়া হয়েছে। বাকি ৬টি স্টেশনে কোনো ধরনের বিরতি না থাকায় যাত্রীরা ট্রেন ভ্রমণ করতে পারছেন না। এ স্টেশনগুলো হচ্ছে চট্টগ্রাম পলিঃ, খানমোহন, চক্রশালা, খরনা, খানহাট, হাসিমপুর স্টেশন। এসব স্টেশন থেকে প্রতিদিন শত শত দিনমজুর, অফিসমুখী, খুচরা ব্যবসায়ীসহ সাধারণ যাত্রী নিয়মিত চলাচল করছেন। এখানে ট্রেনের বিরতি না থাকায় রেলের রাজস্ব আয়ও বাড়ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর