শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

নদী দখলদারদের উচ্ছেদের সুপারিশ

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নদীর স্বাভাবিক গতিপথ বজায় রাখতে পাইলিং বা পিলারের মাধ্যমে দখলকৃত নদীর জমি থেকে দখলদারদের উচ্ছেদের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে ভাওয়ালরাজ এস্টেটের জমির সমস্যা সমাধানের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছে। মনোরঞ্জন শীল গোপালকে আহ্বায়ক, মো. হাবিবর রহমান ও মো. আনোয়ারুল আজীমকে (আনার) এ কমিটির সদস্য করা হয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১০ম বৈঠকে এ সাব কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মকবুল হোসেন। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মো. হাবিবর রহমান, মো. আনোয়ারুল আজীম (আনার), নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং মো. আমিনুল ইসলাম  বৈঠকে নেন। বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংষ্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর